Ajker Patrika

অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৬: ১২
অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ  মিছিল

শরীয়তপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করার ঘটনায় স্থানীয় সাংসদ ইকবাল হোসেন অপুকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

গতকাল শুক্রবার জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি শরীয়তপুরে দুর্বৃত্তের হামলায় আওয়ামী লীগ নেতা জাকির হোসেন কোতোয়াল আহত হওয়ার ঘটনায় সাংসদ ইকবাল হোসেন অপুকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। অথচ ঘটনার সময় সাংসদ ইকবাল হোসেন অপু ঢাকায় ছিলেন। অপপ্রচার করে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর শরীয়তপুরের বটতলা এলাকায় আওয়ামী লীগ নেতা জাকির হোসেন কোতোয়ালকে কুপিয়ে ও গুলি করে আহত করার অভিযোগ উঠে পৌর কাউন্সিলর বাচ্চু ব্যাপারী ও তার অনুসারীদের বিরুদ্ধে। হামলায় স্থানীয় সাংসদ ইকবাল হোসেন অপুর মদদ রয়েছে বলে অভিযোগ করেন আহত জাকির কোতোয়াল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত