Ajker Patrika

‘গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৩: ১৩
‘গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে’

একাত্তরের গণহত্যার জন্য রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের কাছে পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামে সুশীল সমাজের সদস্যরা। একই সঙ্গে তাঁরা সাত দফা দাবিতে মানববন্ধন ও মিছিল করেন। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ‘জঙ্গিবাদ প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এতে ১৯৭১ সালে ‘অপারেশন সার্চলাইট’ নামের গণহত্যার জন্য পাকিস্তানের বিচার করা, বুদ্ধিজীবী হত্যাসহ সকল গণহত্যার জন্য পাক সেনাদের বিচার করার দাবি জানানো হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া সকল সম্পত্তি ফেরত দেওয়া, দাবি না মানা পর্যন্ত পাকিস্তানি পণ্য বর্জন ও পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ও বাণিজ্যিক সম্পর্ক বাতিলের দাবি জানান বক্তারা।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। প্রধান আলোচক ছিলেন লেখক ও মানবাধিকার সংগঠক শওকত বাঙালি।

জঙ্গিবাদ প্রতিরোধ আন্দোলন বাংলাদেশর কেন্দ্রীয় সভাপতি এয়াকুব বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, সহসভাপতি দীপঙ্কর চৌধুরী কাজলসহ অন্যান্য নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত