Ajker Patrika

লোহাগড়ায় আমন কাটা শুরু

জহুরুল হক, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৮: ৩৮
লোহাগড়ায় আমন কাটা শুরু

নড়াইলের লোহাগড়া উপজেলায় আমন ধান কাটা শুরু হয়েছে। এ মৌসুমে আমন ধানের ভালো ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। কৃষকেরা প্রাণভরে ধান কেটে মাড়াই কাজ করছেন। কৃষাণীরাও বসে নেই, তাঁরাও ধান শুকিয়ে গোলায় তোলার কাজে সাহায্য করছেন। ইতিমধ্যে ধান কাটার জন্য বিভিন্ন জেলা, উপজেলা থেকে কাজের শ্রমিক এলাকায় আসতে শুরু করেছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, উপজেলার মরিচ পাশা, চাচই, ধানাইড়, আমডাঙ্গা, কামঠানা, কালনা, ইতনা, দিঘলিয়া, লাহুড়িয়া, মাকড়াইল, দেবী, ধোপাদহ, গন্ডব, নলদী এলাকায় কৃষকেরা ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ মৌসুমে উপজেলায় বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল জাতের আমন ধান চাষ হয়েছে। ধান কাটা শুরু হয়েছে ফসলের দাম ভালো থাকায় এই বছর ধান কাটা শ্রমিকের সংকট লক্ষ্য করা যায়নি।

লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচ পাশা গ্রামের কৃষক মো. কাওছার উদ্দিন বলেন, ‘পোকামাকড়ের আক্রমণ ও কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে না পড়ায় আমনের ফলন হয়েছে ভালো। এ মৌসুম ২০০ শতাংশ জমিতে আমন ধান চাষ করেছি। ফলনও ভালো হয়েছে।’

এই বিষয়ে কৃষক মো. গোলজার মৃধা এর সঙ্গে কথা বলে জানা যায়, এই বছর সরিষা, মুশুরী কলাই ও গমের দাম থাকায় অনেক কৃষক অগ্রিম আমন ধান কাটা শুরু করেছেন। বর্তমান প্রতি মন ধানের দাম ১০৫০ টাকা থেকে ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ধান বিক্রি করে চাষিরা পরবর্তী কৃষিপণ্য সরিষা, মুশুরী কলাই ও গম চাষের অর্থ জোগান দিচ্ছেন।

লোহাগড়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর লোহাগড়া উপজেলায় ১০ হাজার ৪৩৫ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এ বছর আমন ধান ১১ হাজার ৪০ হেক্টর জমিতে চাষ হয়েছে। যা লক্ষ্যমাত্রার তুলায় ৬০৫ হেক্টর বেশি।

লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. রইচউদ্দিন জানান, আবহাওয়া অনুকূল ও পরিচর্যার কারণে চলতি মৌসুমে উপজেলায় আমন ধানের ফলন ভালো হয়েছে। উপজেলার সর্বত্রই পুরোদমে ধান কাটা শুরু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত