Ajker Patrika

‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৫৪ সাঁতারু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৫: ২৯
‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৫৪ সাঁতারু

মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এবার বাংলা চ্যানেল সাঁতারে পাড়ি দিয়েছেন ৫৪ সাঁতারু। গতকাল সোমবার বেলা ১১টার দিকে কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহ্পরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্রসৈকত থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী লারিসাসহ ৭৯ জন সাঁতারু অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়।

১৬ দশমিক ১ কিলোমিটার দূরত্বের বাংলা চ্যানেল পাড়ি দিয়ে সাঁতার শেষ হয় সেন্ট মার্টিন দ্বীপে।

জানা গেছে, সাঁতারু সাইফুল ইসলাম রাসেল প্রথমে সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছান। এরপর সুজা মোল্লা, মো. আবু নাইম ও আরিফুর রহমান দ্বীপের বালু স্পর্শ করেন। পর্যায়ক্রমে সবাই সেন্ট মার্টিনে পৌঁছান। তবে ২৫ জন সাঁতারু সেন্ট মার্টিন পৌঁছাতে পারেননি বলে জানা গেছে।

রাজধানীর একটি স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সৈয়দা লারিসা রোজেন। তার বয়স ১০ বছর ৪ মাস। লারিসার সঙ্গে সাঁতারে অংশ নিয়েছিলেন তার বাবা সৈয়দ আক্তারুজ্জামান ও বড় ভাই সৈয়দ আরবিন আয়ান। রেসকিউ দলের সঙ্গে নৌকায় ছিলেন এই শিক্ষার্থীর মা। লারিসা সফল হলে বাংলা চ্যানেল পাড়ি দেওয়া কনিষ্ঠ সাঁতারু হতো সে। কিন্তু সেসহ ২৫ সাঁতারু সেন্ট মার্টিনে পৌঁছাতে পারেনি।

সাঁতারের আয়োজন করেছে ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সটিম বাংলা’। এটি ছিল ১৬তম ফরচুন বাংলা চ্যানেল সাঁতার-২০২১।

ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী কর্মকর্তা লিপটন সরকার বলেন, মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এবারে সাঁতার আয়োজন করা হয়। ৭৯ জনের মধ্যে ৫৪ জন সাঁতারু বাংলা চ্যানেল পাড়ি দেন।

লিপটন সরকার জানান, এই সাঁতার আন্তর্জাতিক রীতি মেনে পরিচালনা হয়। নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকে। এবারও একজন বিদেশি সাঁতারু অংশ নিয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত