Ajker Patrika

ভাঙা চেয়ার সরে বসছে নতুন চেয়ার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৫: ২১
ভাঙা চেয়ার সরে বসছে নতুন চেয়ার

গ্যালারির কোথাও ছিল ভাঙাচোরা চেয়ারের ধ্বংসাবশেষ। কোথাও আবার হা করে ছিল লোহার পাত। বোঝা যাচ্ছিল এখানেও এক সময় বসার আসন ছিল। গত মাসে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্টের সময় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারির দশা ছিল এমনই।

আন্তর্জাতিক স্টেডিয়ামের এমন চিত্র নিয়ে সমালোচনার শুরু হয়। অবশেষে সেই ভাঙা চেয়ার সরিয়ে নতুন চেয়ার বসানো হচ্ছে। গতকাল রোববার থেকে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগ ২০২১-২২ এর আসর। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বিসিবি উত্তরাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চল। এক দিকে বাইশ গজে যখন চলছে ব্যাট-বলের লড়াই। অপরদিকে গ্যালারিতে চলছে সংস্কারকাজ। যেন সেজে উঠছে নতুন রূপে।

২০১১ বিশ্বকাপকে ঘিরে এই স্টেডিয়ামের আধুনিকায়ন করা হয়েছিল। তখন গ্যালারির এক পাশ দোতলা করে পুরো স্টেডিয়ামে প্লাস্টিকের ১৮ হাজার ফাইবার চেয়ার বসায় জাতীয় ক্রীড়া পরিষদ। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে অনেক আগেই রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে চীন থেকে আমদানি করা এসব চেয়ারের সাড়ে ১২ হাজারই ফেটে যায়।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার ফজলে বারি খান আজকের পত্রিকাকে বলেন, ‘সাড়ে ১২ হাজার চেয়ার বসানোর কাজ শুরু হয়েছে। কিছুদিনের মধ্যে সব চেয়ার স্থাপনের কাজ শেষ হবে। আশা করছি বিপিএলে নতুন চেয়ার বসে খেলা উপভোগ করতে পারবেন দর্শকেরা।’

স্টেডিয়ামের একটি সূত্র জানিয়েছে, এর আগে চীন থেকে চেয়ারগুলোর প্রতিটির খরচ পড়েছিল প্রায় সাড়ে তিন হাজার টাকা। তবে বিসিবিকে নতুন এসব চেয়ার বেশ কম দামেই দিচ্ছে আরএফএল। স্থাপনসহ প্রতিটির খরচ পড়ছে এক-তৃতীয়াংশ কম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত