Ajker Patrika

ছাত্রলীগ নেতাসহ ১০ জন আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৬
ছাত্রলীগ নেতাসহ ১০ জন আটক

নগরীর পাঁচলাইশে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে নাসিরাবাদ হাউজিং সোসাইটির একটি বাসা থেকে তাঁদের আটক করা হয়।

পরে গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে ওই ১০ জনকে হাজির করা হয়। এ সময় আসামিরা আদালতে দোষ স্বীকার করেন। পরে আদালত প্রত্যেককে ৩০০ টাকা জরিমানা ও অনাদায়ে দুদিনের কারাদণ্ড দেন।

আটকদের মধ্যে পাঁচলাইশ থানা ছাত্রলীগের সহসভাপতি আবদুল আল আহাদ রয়েছেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে। এদের মধ্যে চারজন নারী রয়েছেন। মানব পাচার আইনে মামলা করার পর তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত