Ajker Patrika

ট্রেন বন্ধ, বেড়েছে যাত্রী ভোগান্তি ও খরচ

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৭: ৩৬
ট্রেন বন্ধ, বেড়েছে যাত্রী ভোগান্তি ও খরচ

গাইবান্ধা-রংপুর রেলপথে আন্তনগরসহ কয়েকটি লোকাল ট্রেন চলাচল করলেও সহজ ও সাশ্রয়ী হওয়ায় যাত্রীরা রামসাগর এবং সেভেন আপ ট্রেনে যাতায়াত করতেন। কিন্তু চালু হওয়ার মাত্র তিন বছরের মাথায় বন্ধ হয়ে যায় বোনারপড়া-দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস। সেভেন আপও বন্ধ দুই বছর ধরে। এতে খরচ ও ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। ট্রেন দুটি চালু হলে ভোগান্তি লাঘবের পাশাপাশি সময় ও অর্থ সাশ্রয় হবে বলে মনে করেন এ অঞ্চলের যাত্রীরা।

জানা যায়, ২০১০ সালে গাইবান্ধাসহ উত্তরের তিন জেলার মানুষের যোগাযোগে আমূল পরিবর্তন নিয়ে আসে রামসাগর এক্সপ্রেস। গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া থেকে প্রতিদিন সকাল ৬টায় ছেড়ে গাইবান্ধা, রংপুর হয়ে দিনাজপুরে পৌঁছাত যাত্রীদের। এই ট্রেনে চেপে বিভাগীয় শহর রংপুরে চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও দিনাজপুর শিক্ষা বোর্ডের কাজ শেষে সন্ধ্যায় একই ট্রেনে ফিরতেন যাত্রীরা। মাত্র তিন বছরের মাথায় ২০১৩ সালে বন্ধ হয়ে যায় এই ট্রেন সার্ভিস।

এ ছাড়া বগুড়ার সান্তাহার থেকে লালমনিরহাটগামী লোকাল ট্রেন সেভেন আপও বন্ধ প্রায় দুই বছর ধরে। ফলে বগুড়া, গাইবান্ধা, রংপুর ও লালমনিরহাট জেলায় যোগাযোগের জন্য অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় করে সড়কপথে ভোগান্তি মেনে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে যাত্রীদের।

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ম্যানেজার শাহ সুফি নুর মোহাম্মদ জনবলসংকটের কারণে ট্রেন দুটি বন্ধ দাবি করে তিনি আবারও ট্রেন চালুর আশ্বাস দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত