Ajker Patrika

চিতলিয়া ইউপির নির্বাচন বাতিল

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৭: ০৮
চিতলিয়া ইউপির নির্বাচন বাতিল

স্বাক্ষর জাল করে প্রার্থিতা প্রত্যাহার করানো শরীয়তপুরের সেই চিতলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন। ইউনিয়নটিতে সুবিধাজনক সময়ে পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত সোমবার নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হাসান।

চিতলিয়া ইউপিতে আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রতিটি ওয়ার্ডে সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে একজন করে প্রার্থী বাদে ৪৮ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হয়। প্রত্যাহার হওয়া প্রার্থীদের অনেকেই অভিযোগ করেন স্বাক্ষর জাল করে তাদের মনোনয়ন প্রত্যাহার করা হয়ে। এ বিষয়ে কিছুই জানেন না তাঁরা। প্রতীক বরাদ্দের দিন প্রতীক নিতে এসে প্রার্থীরা জানতে পারেন তাঁদের মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন প্রার্থীদের জানান, ‘এমপি স্যার বলেছেন যে, চিতলিয়া ইউনিয়নে কোনো নির্বাচন হবে না, সবাই সিলেক্টেড হবে।’ রিটার্নিং কর্মকর্তা ও প্রার্থীদের কথোপকথনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে নির্বাচন কমিশনের। ২৮ অক্টোবর নির্বাচন কমিশন সচিবালয় থেকে একটি তদন্ত কমিটি করে পাঁচ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। নির্বাচন কমিশনের যুগ্মসচিব মাহাবুবার রহমান ও কমিশনের সিনিয়র সহকারী সচিব আবু ইব্রাবীম গত বুধ ও বৃহস্পতিবার শরীয়তপুরে তদন্তকাজ শেষ করেন। এ সময় তদন্তে থাকা প্রতিনিধিরা চিতলিয়া ইউপি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার হওয়া ৪৪ জন প্রার্থী, স্থানীয় সাংবাদিক, রিটার্নিং কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ৪ জন কর্মচারী, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাসহ ৫১ ব্যক্তির সই নিয়েছেন। তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর ইসি থেকে এমন সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চিতলিয়া ইউপিতে ১১ নভেম্বর ভোট হওয়ার কথা ছিল। ওই ইউপিতে ৪৮ প্রার্থী সদস্য পদে এবং ১২ জন সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন। প্রার্থীদের মধ্যে ২৬ অক্টোবর ৩৯ জন সাধারণ সদস্য ও ৯ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বলে জানতে পারেন প্রার্থীরা। ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দের দিন অন্তত ২২ প্রার্থী অভিযোগ করেন তাঁরা কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।

শরীয়তপুর জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হাসান বলেন, ‘চিতলিয়া ইউপি নির্বাচন বাতিল সংক্রান্ত একটি চিঠি সোমবার রাত ১০টার দিকে পেয়েছি। সেখানে সুবিধাজনক সময়ে আবারও তফসিল হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত