নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘দুই বছর আগে আমাদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তা না করে আজ (মঙ্গলবার) রেলের লোকেরা হঠাৎ করেই আমাদের এসে জানালেন, ২৪ অক্টোবরের মধ্যে এখান থেকে চলে যেতে হবে। আমরা এখানে ৪০ বছর ধরে থাকি। আমরা এখন কোথায় যাব?’
এমন প্রশ্ন ফুলবাড়িয়া রেলওয়ে বস্তির বাসিন্দা মহসিনের। পুনর্বাসন এবং কোনো পূর্ব নোটিশ ছাড়া বস্তি উচ্ছেদের অভিযোগ করে গতকাল মঙ্গলবার মহসিনসহ সেখানকার বাসিন্দারা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘রেলওয়ে কলোনির সর্বস্তরের বস্তিবাসী’র ব্যানারে অনুষ্ঠিত এই মানববন্ধনে শতাধিক বস্তিবাসী অংশ নেন। এ সময় তাঁরা ‘অবৈধ উচ্ছেদ মানি না, মানব না’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।
বস্তিবাসীদের অভিযোগ, ‘গত সোমবার রেলওয়ের কর্মকর্তারা মাইকিং করে গেছেন, এই জায়গাটি আমাদের ছেড়ে দিতে হবে। ২৪ তারিখের মধ্যে এই জায়গাটি না ছেড়ে দিলে ২৫ তারিখ তাঁরা অভিযান চালাবেন। পুলিশ নিয়ে আমাদের পিটিয়ে তুলে দেবেন। কিন্তু এখানে যাঁরা থাকেন তাঁদের বেশির ভাগই বিভিন্ন মার্কেটে কাগজের টোকাই। আর নারীরা বিভিন্ন বাসায় কাজ করেন। হঠাৎ এমন সিদ্ধান্তে আমাদের ভুগতে হবে।’
বস্তির বাসিন্দা তাহমিনা আক্তার বলেন, ‘আমাদের মা-বাবার জন্ম এখানে, আমাদের জন্ম এখানে। আমার বাচ্চা ক্লাস টেনে পড়ে। আমাদের তো সময় দিতে হবে। আমি বলছি, অন্তত তিন মাস সময় দিক, আমার মেয়ের পরীক্ষা শেষ হলে আমি চলে যাব। কিন্তু তাঁরা কোনো সময় দেবেন না। আমরা এখন কোথায় যাব?’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিতে পেরেছেন। অথচ আমরা এই দেশের নাগরিক এবং ভোটার হয়েও থাকার জায়গা পাচ্ছি না। তাহলে এ দেশ থেকে আমরা আর কী পেলাম।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলাম এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন।
‘দুই বছর আগে আমাদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তা না করে আজ (মঙ্গলবার) রেলের লোকেরা হঠাৎ করেই আমাদের এসে জানালেন, ২৪ অক্টোবরের মধ্যে এখান থেকে চলে যেতে হবে। আমরা এখানে ৪০ বছর ধরে থাকি। আমরা এখন কোথায় যাব?’
এমন প্রশ্ন ফুলবাড়িয়া রেলওয়ে বস্তির বাসিন্দা মহসিনের। পুনর্বাসন এবং কোনো পূর্ব নোটিশ ছাড়া বস্তি উচ্ছেদের অভিযোগ করে গতকাল মঙ্গলবার মহসিনসহ সেখানকার বাসিন্দারা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘রেলওয়ে কলোনির সর্বস্তরের বস্তিবাসী’র ব্যানারে অনুষ্ঠিত এই মানববন্ধনে শতাধিক বস্তিবাসী অংশ নেন। এ সময় তাঁরা ‘অবৈধ উচ্ছেদ মানি না, মানব না’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।
বস্তিবাসীদের অভিযোগ, ‘গত সোমবার রেলওয়ের কর্মকর্তারা মাইকিং করে গেছেন, এই জায়গাটি আমাদের ছেড়ে দিতে হবে। ২৪ তারিখের মধ্যে এই জায়গাটি না ছেড়ে দিলে ২৫ তারিখ তাঁরা অভিযান চালাবেন। পুলিশ নিয়ে আমাদের পিটিয়ে তুলে দেবেন। কিন্তু এখানে যাঁরা থাকেন তাঁদের বেশির ভাগই বিভিন্ন মার্কেটে কাগজের টোকাই। আর নারীরা বিভিন্ন বাসায় কাজ করেন। হঠাৎ এমন সিদ্ধান্তে আমাদের ভুগতে হবে।’
বস্তির বাসিন্দা তাহমিনা আক্তার বলেন, ‘আমাদের মা-বাবার জন্ম এখানে, আমাদের জন্ম এখানে। আমার বাচ্চা ক্লাস টেনে পড়ে। আমাদের তো সময় দিতে হবে। আমি বলছি, অন্তত তিন মাস সময় দিক, আমার মেয়ের পরীক্ষা শেষ হলে আমি চলে যাব। কিন্তু তাঁরা কোনো সময় দেবেন না। আমরা এখন কোথায় যাব?’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিতে পেরেছেন। অথচ আমরা এই দেশের নাগরিক এবং ভোটার হয়েও থাকার জায়গা পাচ্ছি না। তাহলে এ দেশ থেকে আমরা আর কী পেলাম।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলাম এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫