Ajker Patrika

পুনর্বাসন ছাড়া উচ্ছেদের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৬: ১৮
পুনর্বাসন ছাড়া উচ্ছেদের অভিযোগ

‘দুই বছর আগে আমাদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তা না করে আজ (মঙ্গলবার) রেলের লোকেরা হঠাৎ করেই আমাদের এসে জানালেন, ২৪ অক্টোবরের মধ্যে এখান থেকে চলে যেতে হবে। আমরা এখানে ৪০ বছর ধরে থাকি। আমরা এখন কোথায় যাব?’

এমন প্রশ্ন ফুলবাড়িয়া রেলওয়ে বস্তির বাসিন্দা মহসিনের। পুনর্বাসন এবং কোনো পূর্ব নোটিশ ছাড়া বস্তি উচ্ছেদের অভিযোগ করে গতকাল মঙ্গলবার মহসিনসহ সেখানকার বাসিন্দারা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।

গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘রেলওয়ে কলোনির সর্বস্তরের বস্তিবাসী’র ব্যানারে অনুষ্ঠিত এই মানববন্ধনে শতাধিক বস্তিবাসী অংশ নেন। এ সময় তাঁরা ‘অবৈধ উচ্ছেদ মানি না, মানব না’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।

বস্তিবাসীদের অভিযোগ, ‘গত সোমবার রেলওয়ের কর্মকর্তারা মাইকিং করে গেছেন, এই জায়গাটি আমাদের ছেড়ে দিতে হবে। ২৪ তারিখের মধ্যে এই জায়গাটি না ছেড়ে দিলে ২৫ তারিখ তাঁরা অভিযান চালাবেন। পুলিশ নিয়ে আমাদের পিটিয়ে তুলে দেবেন। কিন্তু এখানে যাঁরা থাকেন তাঁদের বেশির ভাগই বিভিন্ন মার্কেটে কাগজের টোকাই। আর নারীরা বিভিন্ন বাসায় কাজ করেন। হঠাৎ এমন সিদ্ধান্তে আমাদের ভুগতে হবে।’

বস্তির বাসিন্দা তাহমিনা আক্তার বলেন, ‘আমাদের মা-বাবার জন্ম এখানে, আমাদের জন্ম এখানে। আমার বাচ্চা ক্লাস টেনে পড়ে। আমাদের তো সময় দিতে হবে। আমি বলছি, অন্তত তিন মাস সময় দিক, আমার মেয়ের পরীক্ষা শেষ হলে আমি চলে যাব। কিন্তু তাঁরা কোনো সময় দেবেন না। আমরা এখন কোথায় যাব?’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিতে পেরেছেন। অথচ আমরা এই দেশের নাগরিক এবং ভোটার হয়েও থাকার জায়গা পাচ্ছি না। তাহলে এ দেশ থেকে আমরা আর কী পেলাম।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলাম এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত