আজকের পত্রিকা ডেস্ক
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে দুই স্থানে হামলা সংঘর্ষে অন্তত ২৭ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাত ও শনিবার মাদারীপুরের কালকিনি ও শরীয়তপুর সদরে এই সংঘর্ষ হয়। এসব ঘটনায় অন্তত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর:
মাদারীপুর: কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের সঙ্গে নির্বাচনী প্রচার নিয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, কালকিনি কয়ারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন জমাদার ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান নুর মোহাম্মদ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণসহ ৫০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১৫ জন অহত হন ও ঘটনাস্থল থেকে পুলিশ ১২ জনকে আটক করেন। পরে স্বতন্ত্র প্রার্থীর প্রায় ৫০০ সমর্থক লগি-বইঠা নিয়ে পুরো এলাকায় বিক্ষোভ-মিছিল করেন।
স্বতন্ত্র প্রার্থী নুর মোহাম্মদ বলেন, ‘সকালে আমার কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারের কাজে তালতলা বাজারে আসার পর বিপরীত দিক থেকে নৌকার প্রার্থীর সমর্থকেরা আমার লোকদের বাধা দিয়ে হামলা চালান।’
আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জাকির হোসেন জমাদার বলেন, ‘তারা লোকজন ভাড়া করে এনে আমাদের ওপর হামলা করেছেন। আমাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি করেছে তাঁরা।’
ওসি ইশতিয়াক আসফাক রাসেল বলেন, ‘ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ১২ জনকে আটক করেছি। এখন পর্যন্ত কোনো প্রার্থী লিখিত অভিযোগ দেননি।’
শরীয়তপুর: ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় রুদ্রকর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম ঢালীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। গুরুতর আহত সিরাজুল ইসলাম ঢালীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) হাবিবুর রহমান ঢালীর সমর্থকেরা এই হামলার ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে। গত শুক্রবার রাত ১১টার দিকে রুদ্রকর ইউনিয়নের সুবোচনি বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত রুহুল আমিন ঢালী বলেন, ‘প্রচার শেষে রাতে দলীয় কার্যালয়ে আমাদের চেয়ারম্যান প্রার্থীকে নিয়ে বসেছিলাম। হঠাৎ করেই বোমার বিস্ফোরণ ঘটিয়ে স্বতন্ত্র প্রার্থীর ৩ শতাধিক কর্মী-সমর্থক আমাদের ওপর হামলা চালান। তাঁদের ছোড়া গুলির আঘাতে চেয়ারম্যান প্রার্থীর চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় আমাদের অনেক নেতা-কর্মী আহত হয়েছেন।’
রুদ্রকর স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া সম্পাদক মো. ইমন বলেন, ‘আগে থেকেই পরিকল্পনা করে তাঁরা আমাদের দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটিয়েছেন। অফিসের সব আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি তাঁরা প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে ফেলেছে।’
তবে গতকাল শনিবার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ কার্যালয়ে হামলার ঘটনা অস্বীকার করেছেন স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) হাবিবুর রহমান। তিনি বলেন, ‘সরকার দলীয় প্রার্থীর সমর্থকেরাই নিজেদের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেন। আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের সময় কাচের টুকরো চোখে লাগায় নৌকার প্রার্থীর চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে।’
ওসি আকতার হোসেন বলেন, ‘চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলামের ওপর হামলার ঘটনায় দুটি মামলা করা হয়েছে। শনিবার সিরাজুল ইসলামের ভাই রুহুল আমীন ঢালী বাদী হয়ে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানসহ ৫৯ ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেন। এ ছাড়া পুলিশের ওপর হামলার অভিযোগে আরেকটি মামলা হয়েছে।’
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে দুই স্থানে হামলা সংঘর্ষে অন্তত ২৭ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাত ও শনিবার মাদারীপুরের কালকিনি ও শরীয়তপুর সদরে এই সংঘর্ষ হয়। এসব ঘটনায় অন্তত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর:
মাদারীপুর: কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের সঙ্গে নির্বাচনী প্রচার নিয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, কালকিনি কয়ারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন জমাদার ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান নুর মোহাম্মদ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণসহ ৫০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১৫ জন অহত হন ও ঘটনাস্থল থেকে পুলিশ ১২ জনকে আটক করেন। পরে স্বতন্ত্র প্রার্থীর প্রায় ৫০০ সমর্থক লগি-বইঠা নিয়ে পুরো এলাকায় বিক্ষোভ-মিছিল করেন।
স্বতন্ত্র প্রার্থী নুর মোহাম্মদ বলেন, ‘সকালে আমার কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারের কাজে তালতলা বাজারে আসার পর বিপরীত দিক থেকে নৌকার প্রার্থীর সমর্থকেরা আমার লোকদের বাধা দিয়ে হামলা চালান।’
আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জাকির হোসেন জমাদার বলেন, ‘তারা লোকজন ভাড়া করে এনে আমাদের ওপর হামলা করেছেন। আমাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি করেছে তাঁরা।’
ওসি ইশতিয়াক আসফাক রাসেল বলেন, ‘ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ১২ জনকে আটক করেছি। এখন পর্যন্ত কোনো প্রার্থী লিখিত অভিযোগ দেননি।’
শরীয়তপুর: ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় রুদ্রকর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম ঢালীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। গুরুতর আহত সিরাজুল ইসলাম ঢালীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) হাবিবুর রহমান ঢালীর সমর্থকেরা এই হামলার ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে। গত শুক্রবার রাত ১১টার দিকে রুদ্রকর ইউনিয়নের সুবোচনি বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত রুহুল আমিন ঢালী বলেন, ‘প্রচার শেষে রাতে দলীয় কার্যালয়ে আমাদের চেয়ারম্যান প্রার্থীকে নিয়ে বসেছিলাম। হঠাৎ করেই বোমার বিস্ফোরণ ঘটিয়ে স্বতন্ত্র প্রার্থীর ৩ শতাধিক কর্মী-সমর্থক আমাদের ওপর হামলা চালান। তাঁদের ছোড়া গুলির আঘাতে চেয়ারম্যান প্রার্থীর চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় আমাদের অনেক নেতা-কর্মী আহত হয়েছেন।’
রুদ্রকর স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া সম্পাদক মো. ইমন বলেন, ‘আগে থেকেই পরিকল্পনা করে তাঁরা আমাদের দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটিয়েছেন। অফিসের সব আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি তাঁরা প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে ফেলেছে।’
তবে গতকাল শনিবার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ কার্যালয়ে হামলার ঘটনা অস্বীকার করেছেন স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) হাবিবুর রহমান। তিনি বলেন, ‘সরকার দলীয় প্রার্থীর সমর্থকেরাই নিজেদের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেন। আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের সময় কাচের টুকরো চোখে লাগায় নৌকার প্রার্থীর চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে।’
ওসি আকতার হোসেন বলেন, ‘চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলামের ওপর হামলার ঘটনায় দুটি মামলা করা হয়েছে। শনিবার সিরাজুল ইসলামের ভাই রুহুল আমীন ঢালী বাদী হয়ে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানসহ ৫৯ ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেন। এ ছাড়া পুলিশের ওপর হামলার অভিযোগে আরেকটি মামলা হয়েছে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪