Ajker Patrika

দুর্ঘটনায় আহত হয়ে বৃদ্ধের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৬: ০৯
দুর্ঘটনায় আহত  হয়ে বৃদ্ধের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এক মাস চিকিৎসাধীন থাকা অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে ১৯ নভেম্বর সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের শজিমেক হাসপাতালের সামনে যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

এ তথ্য নিশ্চিত করেন বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) ইমতিয়াজ আহমেদ।

এসআই ইমতিয়াজ জানান, মৃত বৃদ্ধের নাম-পরিচয় জানা যায়নি। তাঁর লাশ বেওয়ারিশ অবস্থায় শজিমেক হাসপাতালের মর্গে রাখা আছে।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই ইমতিয়াজ জানান, ওই বৃদ্ধ লোকটি দীর্ঘদিন ধরে শজিমেক হাসপাতালের আশপাশের এলাকায় ঘুরে ঘুরে ভিক্ষা করতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা দিল সেনাবাহিনী

নানা গুঞ্জনের মধ্যে ড. ইউনূসের সঙ্গে নাহিদের সাক্ষাৎ

অভ্যুত্থানের পরে সেনানিবাসে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেওয়া ব্যক্তিবর্গ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান

ভারতে জাহাজ নির্মাণের জন্য ২১ মিলিয়ন ডলারের চুক্তি বাতিল করল বাংলাদেশ

যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে: কাদের ইঙ্গিত করলেন উপদেষ্টা আসিফ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত