Ajker Patrika

সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৯: ৪৬
সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান

‘ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা’। গানটি ভেসে আসছিল ছায়ানট ভবনের সামনে থেকে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন। দুর্গাপূজাকে কেন্দ্র করে যে নৃশংসতা চলল কয়েক দিন ধরে, তার বিরুদ্ধেই ছিল প্রতিবাদ। যে রিকশাগুলো যাচ্ছিল ছায়ানট ভবন পার হয়ে, সেগুলো থমকে দাঁড়াচ্ছিল। যে রিকশাচালকেরা গানটি শুনেছেন আগে, তাঁরাও কণ্ঠ মেলাচ্ছিলেন। কিন্তু রাস্তায় যানজট তৈরি হয়ে যেতে পারে ভেবে তাঁদের সরিয়ে দিচ্ছিলেন ছায়ানটের কর্মীরা। তাতে উৎসাহী বাসচালক, সিএনজিচালকেরাও সরে যেতে বাধ্য হন।

শুক্রবার ঠিক বেলা সাড়ে ১১টায় ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে দাঁড়িয়ে পড়েছিল শান্তির পক্ষে মানুষ। ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী এ ধরনের হামলা ঠেকাতে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক চর্চার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন। তিনি বলেন, সাম্প্রদায়িক হামলা রুখে দাঁড়ানোর দায়িত্ব শুধু সরকারের নয়, এ জন্য সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। তিনি একাত্তরের অসাম্প্রদায়িক প্রতিরোধের কথাও স্মরণ করিয়ে দেন।

ছায়ানটের সভাপতি সন্‌জীদা খাতুন শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারলেও ছায়ানটের সদস্যদের মনের মধ্যে ছিলেন। তিনি যে কথা প্রায়ই বলে থাকেন ছায়ানটের নানা অনুষ্ঠানে, তারই প্রতিধ্বনি শোনা গেল সারওয়ার আলীর কথায়। সারওয়ার আলী বলেন, ‘আগের গ্রামীণ সংস্কৃতি বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাদের আবারও ফিরিয়ে আনতে হবে। কারণ, সংস্কৃতির চর্চা করা না হলে অসাম্প্রদায়িক জাতি গড়ে তোলা সম্ভব নয়।’

রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের নির্বাহী সভাপতি আতিউর রহমান, সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম এবং ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসাও কথা বলেন।

ছায়ানটের ব্যানারে লেখা ছিল: ‘সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দাঁড়াও’, কণ্ঠশীলনের ব্যানারের লেখা: ‘এই নিত্য অপঘাত দূর করো’, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ব্যানারের লেখা: ‘বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিষ্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি/রুখে দাঁড়াও সাম্প্রদায়িক অপশক্তি’, সংগঠনটির উত্তরা শাখার ব্যানারে লেখা ছিল: ‘কাঁদছে বাঙালি, কাঁদছে বাংলাদেশ’, নালন্দা উচ্চবিদ্যালয়ের ব্যানারে লেখা ছিল গুরুদাস দত্তের সেই অমর বাণী: ‘বিশ্বমানব হবি যদি কায়মনে বাঙালি হ।’ মানুষের হাতে হাতে থাকা প্ল্যাকার্ড-ফেস্টুনে ছিল বাংলা সাহিত্যের সেরা মানবতাবাদী পঙ্‌ক্তিগুলো।

যেকোনো জাতীয় সংকটে মানুষের পাশে দাঁড়িয়েছে ছায়ানট। রবীন্দ্রবিরোধী বর্বরতা, দেশের সংস্কৃতিবিরোধী ষড়যন্ত্র দেখলেই রুখে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। স্বাধিকার আন্দোলনে ছায়ানটের সদস্যরা সংস্কৃতির মাধ্যমে দেশের জনগণের মনে মুক্তির স্বপ্ন বুনেছেন। মুক্তিযুদ্ধের সময় শুনিয়েছেন মুক্তির গান। এবারও নিপীড়িত মানুষের পাশে এসে দাঁড়াল ছায়ানট।

মুক্তিযুদ্ধের সময় যে গানগুলো শরীরে আগুন ধরিয়ে দিত, সে গানগুলোই বেছে নেওয়া হয়েছিল পরিবেশনের জন্য। ‘আমি মারের সাগর পাড়ি দেব,’ ‘দুর্গমগিরি কান্তার মরু’সহ বেশ কয়েকটি গান যখন পরিবেশিত হচ্ছিল, তখন তা শুধু শিল্পীদের কণ্ঠেই ধ্বনিত হয়নি, প্রতিবাদে অংশ নেওয়া প্রত্যেকের কণ্ঠেই তা অনুরণিত হয়েছে।

মানববন্ধন শেষ হওয়ার পর অংশগ্রহণকারী কেউ কেউ কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিলেন। মাঝবয়সী পেরিয়ে যাওয়া একজন বলেন, গানগুলো এখনো মনে আগুন ধরায়।

অন্যজন বলেন, কথাটা সত্য। তবে এই প্রেরণাদায়ী গানগুলোর পাশাপাশি এ সময়টাকে ধরে নতুন গানও তো তৈরি হতে হবে।

কথাটা ঘুরতে থাকে মাথায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত