Ajker Patrika

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আলোচনায় ১০ নাম

জয়পুরহাট ও ক্ষেতলাল প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৯: ০৫
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আলোচনায় ১০ নাম

৯ বছর পর ২৩ মার্চ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। এবারের সম্মেলন হবে স্থানীয় পাইলট উচ্চবিদ্যালয়ে। সম্মেলন নিয়ে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তারিখ ঘোষণার পর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১০ জন সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় উঠে এসেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৩ সালে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। সেই সময়ে সভাপতি পদে দুজন প্রার্থী ছিলেন। সমঝোতার ভিত্তিতে তখন খলিলুর রহমানকে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন সিরাজুল ইসলাম সরদার। পরে পূর্ণাঙ্গ কমিটির তালিকা অনুমোদনের জন্য তিনটি গ্রুপ থেকে তিনটি ভিন্ন কমিটির তালিকা জেলা আওয়ামী লীগকে জমা দেওয়া হয়।

জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও সাধারণ সম্পাদক সার্বিক বিষয় বিবেচনা করে ২০১৩ সালের ২৭ সেপ্টেম্বর ৬৭ সদস্যের উপজেলা আওয়ামী লীগের একটি চূড়ান্ত কমিটির অনুমোদন দেন। এরপর ২০১৭ সালে খলিলুর রহমান মারা যান। তখন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে জ্যেষ্ঠ ছিলেন ওই কমিটির সহসভাপতি তাইফুল ইসলাম তালুকদার ও নুরুল ইসলাম খান। কিন্তু উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে তাইফুল ইসলাম তালুকদার অংশগ্রহণ করায়, দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁকে বহিষ্কার করা হয়। এই পরিস্থিতি ভারপ্রাপ্ত সভাপতি হওয়ার কথা নুরুল ইসলাম খানের। কিন্তু অজ্ঞাত কারণে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছেন সহসভাপতি আব্দুল মজিদ মোল্লা।

এই পরিপ্রক্ষিতে ১২ মার্চ আয়োজিত বর্ধিত সভায় ২৩ মার্চ ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতি প্রার্থীদের মধ্যে যাঁদের নাম শোনা যাচ্ছে সে তালিকায় আছেন, বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ মোল্লা। এ ছাড়া শোনা যাচ্ছে বর্তমান কমিটির সহসভাপতি মোফাজ্জল হোসেনের নাম।

এদিকে তাইফুল ইসলাম তালুকদার এবং তাঁর ভাতিজা আলমপুর ইউপির চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, পৌর আওয়ামী লীগের সভাপতি দুলাল মিয়া সরদারের নামও সভাপতি পদপ্রার্থী হিসেবে শোনা যাচ্ছে।

আর সাধারণ সম্পাদক পদে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাকিম মণ্ডলের নাম শোনা যাচ্ছে। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র সিরাজুল ইসলাম বুলু, সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম মোস্তফাও সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে নেতা-কর্মীদের কাছে গণসংযোগ করছেন।

এ ছাড়া জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মিঠুর নামও শোনা যাচ্ছে। আর সিরাজুল ইসলাম সরদার সভাপতি বা সাধারণ সম্পাদক কোন পদে প্রার্থী হবেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি তিনি।

এ পরিস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীদের দাবি, ২৫৩ জন কাউন্সিলরদের সরাসরি ভোটেই সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হোক।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সরদার বলেন, ‘আমি সভাপতি বা সাধারণ সম্পাদক কোন পদের প্রার্থী হব; সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নিইনি।’

বহিষ্কারের বিষয়ে তাইফুল ইসলাম তালুকদার বলেন, ‘মুখের কথায় বহিষ্কার করলে তো হবে না। কারণ, কোনো লিখিত নোটিশ পাইনি।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল বলেন, বর্ধিত সভার মাধ্যমে তিনটি কমিটি জমা দেওয়া তালিকা প্রথমে যাচাই-বাছাই করে, স্বচ্ছতার ভিত্তিতে কাউন্সিলরের তালিকা উন্মুক্ত করা হবে। তারপর আলোচনার মাধ্যমে অথবা কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত