Ajker Patrika

সড়কে প্রাণ গেল দুই কিশোরের

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৩: ৫০
সড়কে প্রাণ গেল দুই কিশোরের

চাঁদপুরে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কিশোরের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের এক আরোহীসহ একজন পথচারী গুরুতর আহত হন। গত মঙ্গলবার রাতে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত কিশোরেরা হলেন শান্ত (১৭) ও আসিফ (১৮)। এর মধ্যে ঘটনাস্থলে শান্ত মারা যান। তিনি চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হাপানিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। এ সময় সাজ্জাদ (১৭), আসিফ ও মুক্তিযুদ্ধা নজরুল ইসলাম (৭০) গুরুতর আহত হয়। পরে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হলে চাঁদপুর জেলা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে আসিফের মৃত্যু হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শান্ত, আসিফ ও সাজ্জাদ তিন কিশোর মোটরসাইকেল নিয়ে মহামায়া বাজার এলাকায় যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের গায়ে ধাক্কা লাগে। পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দ্রুত চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. রোমান বলেন, ‘দুর্ঘটনায় শান্ত নামের কিশোরের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ও রক্তক্ষরণের ফলে তাঁর মৃত্যু হয়। এ ছাড়া আহত বাকি তিন জনের অবস্থা আশঙ্কাজনক দেখে আমরা ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত