Ajker Patrika

বিএনপি থেকে শাহীনের পদত্যাগ

শেরপুর প্রতিনিধি
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৩৯
বিএনপি থেকে শাহীনের পদত্যাগ

শেরপুর জেলা বিএনপির সহসভাপতি ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. শাহীন হাসান খান দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। গত বুধবার বিকেলে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগপত্র পাঠান।

গতকাল বৃহস্পতিবার বিকেলে অ্যাডভোকেট শাহীনের পদত্যাগের বিষয়ে জেলা বিএনপির সভাপতি মো. মাহমুদুল হক রুবেল ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম জানান, এখন পর্যন্ত পদত্যাগের কোনো কপি তারা পাননি। অন্যদিকে অ্যাডভোকেট শাহীন জানান, তিনি বুধবার ডাকযোগে সংশ্লিষ্টদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

অ্যাডভোকেট শাহীন পদত্যাগপত্রে উল্লেখ করেন, তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং বর্তমানে জেলা বিএনপির সহসভাপতি পদে অধিষ্ঠিত ছিলেন। কিন্তু প্রায় দুই বছরের অধিককাল যাবত দলীয় কর্মকাণ্ড থেকে বিরত রয়েছেন। তাই দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগের কারণ প্রকাশ না করে পত্রে উল্লেখ করেছেন যে, ‘আমি যা ধারণ করি না, তা বহন করা সমীচীন বলে মনে করি না’। এ ছাড়া তিনি বাকি জীবন অরাজনৈতিক ব্যক্তি হিসেবেই থাকবেন বলেও জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

বিরল খনিজ ও তোষামোদের কূটনীতি: পাকিস্তান দেখাল কীভাবে ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত