Ajker Patrika

বিল্লাল ভাইয়ের দিলবাহার

রজত কান্তি রায়, ঢাকা
বিল্লাল ভাইয়ের দিলবাহার

দিল থাকে সিনার ভেতর। 
কিন্তু দিলবাহার থাকে লোহার পিঞ্জিরায়।

দুপুরে একটা জবরদস্ত খাওয়া শেষে রাস্তায় দাঁড়াতে হলো দম নিতে। কারণ রেস্তোরাঁটা ছোট। জায়গাটা পুরান ঢাকার তাঁতীবাজার। ভরদুপুরে আশ্বিনের গরমও পড়েছে তেড়েফুঁড়ে। ঠান্ডা পানির জন্য সামনে পা বাড়াতেই চোখে পড়ল বিল্লাল ভাইয়ের দিলবাহার আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে ঠেলাগাড়ি!

দলেবলে এগিয়ে গেলাম। ঠেলাগাড়ির গায়ে স্পষ্ট করে দাম লেখা আছে—   সাধারণ আইসক্রিম ১০ টাকা আর স্পেশাল আইসক্রিম ২০ টাকা। ঠেলাগাড়িতে করে বিল্লাল ভাইয়ের দিলবাহার আইসক্রিম বিক্রি করছিলেন রুহুল আমিন। জনপ্রতি একটা করে আইসক্রিম বরাদ্দ হলো।

সাধারণত যে ধরনের আইসক্রিম আমরা খেয়ে অভ্যস্ত, দিলবাহার আইসক্রিম তেমন নয়। কুলফির সঙ্গে এর রেসিপি এবং নির্মাণ কৌশলের মিল আছে। লোহার লম্বা চোঙায় ভরানো থাকে দিলবাহার। রুহুল আমিন একটি করে লোহার চোঙা তুলে বালতিতে রাখা পানিতে নিচের দিকটি একটু ডুবিয়ে নেন প্রতিবার। তারপর ঝাঁকি দিয়ে বের করে আমাদের হাতে তুলে দেন।

দিলবাহার বেশ অভিমানী বলে মুখের ওমেই গলে যায়! জিবে কিক মারে দুধ, চিনি, পেস্তাবাদাম আর টোস্ট বিস্কুটের গুঁড়োর এক মিলিত স্বাদ। খেয়াল করলে পাওয়া যায় এলাচির হালকা সুগন্ধ। দিলবাহার তখন দিলখুশ করছে আমাদের। তবে রাস্তায় প্রচুর মানুষের আনাগোনা বলে ‘নিমীলিত নেত্রে’ আরাম করে স্বাদ নেওয়া কষ্টকর।

ছবিতে পাওয়া গেল বিল্লাল ভাইয়ের মোবাইল ফোন নম্বর। রিং হতেই ধরলেন তিনি। জানালেন, তাঁর পুরো নাম বিল্লাল হোসেন। থাকেন কদমতলীর দিকে। সেখানেই তাঁর কারখানা। দুধের সঙ্গে পেস্তাবাদামের গুঁড়ো আর গুড় জ্বাল দিয়ে তার সঙ্গে মেশানো হয় টোস্ট বিস্কুটের গুঁড়ো। তারপর লোহার চোঙায় পরিমাণমতো সেগুলো ঢেলে বরফে রেখে ঠান্ডা করা হয়।

পুরান ঢাকার বিভিন্ন জায়গায় বিল্লাল ভাইয়ের তিনখানা ঠেলাগাড়ি চলে। তার একখানা তিনি নিজেই ঠেলেন, একখানা তাঁর ভাই আর একখানা রুহুল আমিন। রুহুলও তাঁর ভাই। তবে নিজের নয়, পাড়াতো ভাই। সারা দিনের বিক্রীত অর্থ তিন ভাগ করা হয়। তার দুই ভাগ নেন বিল্লাল ভাই। আর এক ভাগ যিনি ঠেলা চালান, তিনি। শীতকালে বন্ধ থাকলেও গরমকালে বিল্লাল ভাইয়ের দিলবাহারের আকর্ষণ লোকজন ঠেলতে পারে না খুব একটা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত