Ajker Patrika

ভাসমান মানুষের ভরসা

আকবরশাহ (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১১: ১৯
ভাসমান মানুষের ভরসা

রাত সাড়ে ১০টা। নগরের গরিবুল্লাহ শাহ এলাকায় পঞ্চাশের অধিক ভাসমান মানুষের জটলা। কারণ জানতে চাইলে আজিজ মিয়া নামের ষাটোর্ধ্ব একজন বলেন, ‘আমাদের জন্য খাবার আসবে।’

কিছুক্ষণ পর একটি অটোরিকশা এসে থামল। প্যাকেট ভর্তি খাবার নিয়ে নামলেন তিনজন যুবক। তারপর সবাইকে খাবার বিতরণ করা হলো।

জানা গেল, আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশন নামে একটি সংগঠনের উদ্যোগে নগরের বিভিন্ন প্রান্তে ভাসমান মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। প্রতিদিন জিইসি, মুরাদপুর, বহদ্দারহাট, মির্জাপুল, রেলওয়ে স্টেশনসহ নগরের বিভিন্ন স্থানে খাবার বিতরণ করা হয়।

নগরের স্টেশন এলাকার হাজেরা খাতুন বলেন, ‘আমার কেউ নেই। রাস্তার পাশেই থাকি। এরা রাতে খাবার দিয়ে যায়। আমি এদের জন্য অনেক দোয়া করি।’

খাবার বিতরণ কাজে যুক্ত গণমাধ্যমকর্মী মির্জা শাওন ইমতিয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘ফাউন্ডেশনের শুভানুধ্যায়ী মানবিক বন্ধুদের সহায়তায় এ সব ভাসমান-দুস্থ মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। আমরা কখনো ১০০, কখনো ২০০ মানুষের মাঝে খাবার বিতরণ করে থাকি। আমাদের এই কার্যক্রমে যে কেউ যুক্ত হতে পারেন।’

আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি যিকরু হাবিবীল ওয়াহেদ আজকের পত্রিকাকে বলেন, ‘যাঁরা ভাসমান, সহায়-সম্বলহীন তাঁদের দেখার কেউ নাই। তাঁদের রান্না করে খাওয়ার ব্যবস্থাও নেই। তাই আমরা চেষ্টা করি আমাদের সামর্থ্য অনুযায়ী তাঁদের পাশে দাঁড়াবার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত