Ajker Patrika

আশ্বাসে কাজে ফিরেছেন ইন্টার্ন চিকিৎসকেরা

যশোর প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৬: ২২
আশ্বাসে কাজে ফিরেছেন ইন্টার্ন চিকিৎসকেরা

যশোর সদর হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে ৪৮ ঘণ্টার জন্য কর্মবিরতি স্থগিত করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা। গতকাল সোমবার সকাল ১০টার দিকে কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে তাঁরা কাজে যোগ দেন। ফলে একদিন পর পুনরায় স্বাভাবিক হয়েছে হাসপাতালের চিকিৎসাসেবা।

যশোর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সদর হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন। গত ১৫ ডিসেম্বর চতুর্থ শ্রেণির এক কর্মচারীর হাতে ইন্টার্ন চিকিৎসক শারীরিকভাবে লাঞ্ছিত হন। এ ঘটনায় বিচার না পেয়ে গত রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেন তাঁরা।

যশোর মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুদ্দিন আহমদ বলেন, ‘আজ (সোমবার) সকালে যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়কসহ ঊর্ধ্বতনদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাঁরা জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করা হবে। একই সময়ে দায়ী চতুর্থ শ্রেণির কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে।’

সভাপতি সাইফুদ্দিন আহমদ আরও বলেন, ‘যশোর সদর হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে আমরা ৪৮ ঘণ্টার জন্য কর্মবিরতি স্থগিত করেছি। তবে এ সময়ের মধ্যে যদি দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আমরা পুনরায় কর্মবিরতি ঘোষণা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত