Ajker Patrika

প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৬: ৪৪
প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

নেত্রকোনা সদর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে নুরুল হক (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

গত শনিবার রাতে উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের কড়ইকান্দি গ্রামে এই সংঘর্ষ হয়। নিহত নুরুল হক ওই গ্রামের আবুল কাশেমের ছেলে। বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কড়ইকান্দি গ্রামের ফজল মিয়া (৫৬) ও তাঁর ছোট ভাই লাল মিয়ার (৫২) মধ্যে সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার ওই সীমানায় বাঁশঝাড় থেকে লাল মিয়া একটি বাঁশ কাটেন। এ নিয়ে দুই ভাইসহ তাঁদের পরিবারের মধ্যে ঝগড়ার একপর্যায়ে মারামারি হয়। এতে ফজল মিয়া, তাঁর ভাতিজা আলেক মিয়া ও লাল মিয়ার মেয়ের শ্বশুর প্রতিবেশী আবুল কাশেম আহত হন। আহতরা বর্তমানে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। ওই ঘটনার জের ধরে গত শনিবার রাত সাতটার দিকে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ হয়। এ সময় লাল মিয়ার মেয়ের দেবর নুরুল হক তাঁর আত্মীয়ের পক্ষ নেন। পরে ফজল মিয়ার লোকজন তাঁর ওপর হামলা চালিয়ে আহত করে। গুরুতর আহত নুরুল হককে স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা বলেন, নিহত যুবকের মরদে উদ্ধার করে ময়নাতদন্ত শেষে গতকাল রোববার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত