Ajker Patrika

ফসল রক্ষা বাঁধ দ্রুত নির্মাণের দাবি

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১৩: ৫৫
ফসল রক্ষা বাঁধ দ্রুত নির্মাণের দাবি

গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় দেড় মাস আগে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করার কথা থাকলেও এখনো কিছু বাঁধের কাজ শুরু হয়নি। এ কারণে উদ্বেগ জানিয়ে দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর পাড়ের কৃষকেরা।

গতকাল শনিবার বেলা ১১টায় মাটিয়ান হাওরের একটি বাঁধে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানিয়েছেন তাঁরা। পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার আয়োজনে এবং এএলআরডির সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে ও সংস্থার কার্যকরী সদস্য আসাদ জাহানের সঞ্চালনায় মানববন্ধনে দেন স্থানীয় কৃষক হাদিস মিয়া, জিয়াউর রহমান, ফজলু মিয়া, বিল্লাল আমিন, দিলীপ সরকার, সুশান্ত সরকার প্রমুখ।

এ সময় কাসমির রেজা বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর অনেক আগেই হাওরের পানি নেমে গেছে। তাই যথাসময়ে কাজ শুরু করার সুযোগ ছিল। ১৫ ডিসেম্বর থেকে কাজ শুরু করার কথা থাকলেও এখনো কিছু বাঁধের কাজও শুরু হয়নি। আমরা দ্রুত সকল হাওর রক্ষা বাঁধের কাজ শুরু করার দাবি জানাই। একই সঙ্গে নিয়ম মেনে ফেব্রুয়ারি মাসের মধ্যে কাজ শেষ করার দাবি জানাচ্ছি।

উপজেলা বাঁধ নির্মাণ বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির বলেন, হাওরের ফসল রক্ষায় গুরুত্বপূর্ণ কয়েকটি ক্লোজারসহ ৩৫টি বাঁধের নির্মাণকাজ ইতিমধ্যে শুরু হয়েছে। মাটি কাঁচা থাকায় কয়েকটি বাঁধের কাজ শুরু না হলেও খুব শিগগিরই এসব বাঁধের নির্মাণকাজ শুরু হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত