Ajker Patrika

অস্ত্র, আইস ও ইয়াবাসহ দুজন আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৪: ৫২
অস্ত্র, আইস ও ইয়াবাসহ দুজন আটক

কক্সবাজারের টেকনাফ থেকে আইস, ইয়াবা ও অস্ত্রসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার ভোরে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় জালিয়ারদ্বীপ সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা।

গ্রেপ্তার দুই রোহিঙ্গা যুবক হলেন দ্বীন মোহাম্মদ (৪০) ও বদি আলম (৩০)।

২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মাদকের একটি বড় চালান বাংলাদেশে আসছে। এরই পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার দিবাগত রাগে রাতে সদর ও দমদমিয়া বিওপির দুটি টহল দল নাফ নদীতে কৌশলে অবস্থান নেয়। তাঁরা শুক্রবার ভোরে একটি নৌকা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে দেখেন। বিজিবির টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করে।

তবে নৌকার আরোহীরা চ্যালেঞ্জকে উপেক্ষা করে নৌকা ঘুরিয়ে মিয়ানমার সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিজিবি টহলদল নৌকাটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে বিজিবির টহলদল স্পিড বোটের সাহায্যে নৌকাটি ঘেরাও করে দুজনকে আটক করে।

লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, নৌকাটি তল্লাশি করে বিদেশি অস্ত্র, এক কেজি আইস, ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এগুলোর আনুমানিক মূল্য পাঁচ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকা।

দ্বীন মোহাম্মদ তালিকাভুক্ত পাচারকারী জানিয়ে মোহাম্মদ ইফতেখার আজকের পত্রিকাকে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র, মাদক এবং চোরাচালান আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত