Ajker Patrika

ঢাকা উৎসবের দেশি সিনেমা

ঢাকা উৎসবের দেশি সিনেমা

২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে হয়ে আসা উৎসবটি চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। সম্প্রতি উৎসব কমিটি প্রকাশ করল এ বছরের সিনেমাগুলোর প্রচারসূচি। 

২০ জানুয়ারি বিকেল ৪টায় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘ফেরেশতে’ সিনেমার প্রদর্শনীর মাধ্যমে উৎসবের পর্দা উঠবে এবার। ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জয়া আহসান, রিকিতা নন্দিনী শিমু, ফারুক সুমন প্রমুখ। ‘এশিয়ান ফিল্ম কমপিটিশন’ বিভাগে লড়বে সিনেমাটি। 

দেশীয় সিনেমার দর্শকের জন্য উৎসবের মূল আকর্ষণ ‘বাংলাদেশ প্যানোরমা-ফুল লেন্থ সেকশন’। এই বিভাগে দেশের বেশ কয়েকটি সিনেমা দেখানো হবে। এই বিভাগের প্রথম সিনেমা হিসেবে ২০ জানুয়ারি প্রদর্শিত হবে শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সন্ধ্যা ৭টায় দেখানো হবে সিনেমাটি। পরদিন ২১ জানুয়ারি একই ভেন্যুতে বিকেল ৫টায় প্রদর্শিত হবে ইফফাত জাহান মম পরিচালিত ‘মুনতাসির’। অভিনয় করেছেন এলিনা শাম্মী, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। ২৩ জানুয়ারি সন্ধ্যা ৭টায় একই মিলনায়তনে থাকছে লিসা গাজী নির্মিত চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’।

অভিনয় করেছেন আনান সিদ্দীকা, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের প্রমুখ। ২৬ জানুয়ারি সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে সৈয়দা নিগার বানু পরিচালিত ‘নোনা পানি’। খুলনা অঞ্চলের মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। অভিনয় করেছেন বিলকিস বানু, রাকিবুল হক রিপন, জয়িতা মহলানবিশ, রুবেল, জয়ন্ত চট্টোপাধ্যায়, বীণা মজুমদার, সুকান্ত সরকার প্রমুখ।

২২ জানুয়ারি জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে রাইসুল ইসলাম অনিক পরিচালিত চলচ্চিত্র ‘ইতি চিত্রা’। অভিনয়ে রাকিব হোসেন ইভন ও জান্নাতুল ফেরদৌস ঋতু।

২২ জানুয়ারি সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দেখানো হবে মানিক মানবিক নির্মিত সিনেমা ‘আজব ছেলে’। এতে অভিনয় করেছেন রিজওয়ান সিদ্দিকী, তৌকীর আহমেদ, সাজু খাদেম, তাহমিনা অথৈ প্রমুখ। একই ভেন্যুতে ২৩ জানুয়ারি সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ইমতিয়াজ হোসেন পরিচালিত সিনেমা ‘জাস্ট আ জোক ডার্লিং’। ২৪ জানুয়ারি একই সময়ে দেখানো হবে পান্থ প্রসাদের পরিচালনায় ‘সাবিত্রী’। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, নার্গিস আক্তার, অনন্ত হিরা, বৈশাখী ঘোষ প্রমুখ। ২৫ জানুয়ারি সন্ধ্যায় থাকছে ওয়ালিদ আহমেদ নির্মিত ‘মেঘের কপাট’। সিনেমাটিতে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, আফরোজা মোমেন প্রমুখ। ২৬ জানুয়ারি সন্ধ্যায় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত হবে হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেই সব দিন’। অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, সজল, লিটু আনাম, সানজিদা প্রীতি, হৃদি হক, তারিন জাহান, মামুনুর রশীদ, আবুল হায়াতসহ অনেকে।

২৬ জানুয়ারি বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে প্রদর্শিত হবে হাবিবুর রহমান পরিচালিত চলচ্চিত্র ‘ইছামতী’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত