Ajker Patrika

‘সন্ত্রাসী ও ডাকাত’ গ্রেপ্তার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১২: ৫৯
‘সন্ত্রাসী ও ডাকাত’ গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের তালিকাভুক্ত ৪ রোহিঙ্গা ‘সন্ত্রাসী’কে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ছাড়া একাধিক মামলার পলাতক ডাকাতি মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শনিবার রাতে পৃথক অভিযানে হ্নীলা ইউনিয়নের ২৭ নম্বর শিবির থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় চারটি রামদা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন একই শিবিরের আশ্রিত নুর আজিম, সহোদর আবু, ইসলাম ও নুরুল হক।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া ২৭ শিবিরে এপিবিএনের একটি দল অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় চার রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে চারটি রাম দা জব্দ করা হয়।’

এসপি মোহাম্মদ তারিকুল আরও বলেন, গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদে তাঁদের আরও পাঁচ সহযোগীদের নাম জানান। তাঁরা ডাকাতির জন্য জড়ো হয়েছিল বলে স্বীকার করেন। গ্রেপ্তার রোহিঙ্গাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে একই শিবিরে অভিযান চালিয়ে একাধিক মামলা পলাতক আসামি রোহিঙ্গা ‘ডাকাত’ নুর আহম্মদকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত