Ajker Patrika

রাস্তার পাশের গাছ নিয়ে টানাটানি

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৬: ৫৩
রাস্তার পাশের গাছ নিয়ে টানাটানি

মানিকগঞ্জের ঘিওরে সড়ক থেকে সরকারি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার উপজেলার পয়লা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডে সাইলকাই-বাংগালা সড়ক থেকে গাছগুলো কাটা হয়। খবর পেয়ে কেটে ফেলা ১২টি মেহগনি গাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন।

স্থানীয় প্রভাবশালী মো. সুজন মিয়া (৩৫) গাছগুলো কাটেন। তিনি বীরসিংজুরী গ্রামের মো. আনছার আলীর ছেলে।

জানা যায়, উপজেলা প্রশাসন ও বন বিভাগের কোনো অনুমতি ছাড়াই সুজন ৪৪টি মেহগনি গাছ কাটছিলেন। তিনি স্থানীয় শিপু আক্তারের কাছ থেকে গাছগুলো কিনেছেন দাবি করে ইতিমধ্যে ১২টি গাছ কেটে ফেলেন। ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াদিয়া শাবাব বিষয়টি জানতে পেরে সার্ভেয়ার শহিদুল ইসলামকে ঘটনাস্থলে পাঠান। শহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে গাছগুলো জব্দ করেন।

সার্ভেয়ার বলেন, ‘আমাকে এসিল্যান্ড স্যার গাছ কাটার কথা জানালে আমি ঘটনাস্থলে এসে গাছ জব্দ করি। এগুলো পয়লা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আফজাল হোসেনের জিম্মায় হস্তান্তর করি।’

অভিযুক্ত মো. সুজন মিয়া বলেন, ‘এগুলো সরকারি গাছ নয়, ব্যক্তি মালিকানাধীন গাছ। আমি স্থানীয় শিপু আক্তারের কাছ থেকে গাছগুলো কিনেছি, তাই কাটছি।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াদিয়া শাবাব বলেন, ‘সরকারি রাস্তার পাশের গাছ ব্যক্তি মালিকানাধীন হলেও গাছ কাটতে উপজেলা প্রশাসন ও বন বিভাগের অনুমতি প্রয়োজন। এ ঘটনার তদন্ত চলছে, সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত