Ajker Patrika

স্ত্রীকে শ্বাসরোধে হত্যায় যুবকের ফাঁসি

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৫: ১৬
স্ত্রীকে শ্বাসরোধে হত্যায় যুবকের ফাঁসি

শ্বাসরোধে স্ত্রী হত্যার অপরাধে এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। গতকাল রোববার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক ফেরদৌস আরা এ রায় দেন। আসামিকে তিনি ৫০ হাজার টাকা জরিমানারও আদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত আসামি মো. রিয়াজ হোসেন (২৫) পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বুখাইতলা এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরীর একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তাঁর উপস্থিতিতে রায় দেওয়ার পর আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।

ট্রাইব্যুনালের পেশকার কফিল উদ্দিন আজকের পত্রিকাকে এ বিষয়ে নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৯ জানুয়ারি যৌতুক চাওয়া নিয়ে বিরোধের জের ধরে পতেঙ্গার খালপাড় এলাকার একটি বাড়িতে স্ত্রী রুনা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করেন রিয়াজ। এরপর রুনা আত্মহত্যা করেছেন—এমন তথ্য জানান তিনি। এ বিষয়ে পতেঙ্গা থানায় অপমৃত্যু মামলা করে পুলিশ। পরে ময়নাতদন্তের প্রতিবেদনে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া যায়।

এ ঘটনায় রুনার বাবা সিরাজুল হক ওই বছরের ৩ মার্চ পতেঙ্গা থানায় হত্যা মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

আদালতে আসামির স্বীকারোক্তি—১০ লাখ টাকা লোন দেয়নি বলে ব্যাংকে চুরির সিদ্ধান্ত নিই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত