এএফপি, মানাউস
পৃথিবীর ফুসফুসখ্যাত আমাজন বনাঞ্চল ধ্বংসের বিষয়ে যথেষ্ট উদ্বিগ্ন পরিবেশবিজ্ঞানীরা। তাঁদের মতে, এর প্রত্যক্ষ প্রভাবে পৃথিবীর জলবায়ুতে ব্যাপক পরিবর্তন আসতে পারে। তাই বনাঞ্চলটির স্বাভাবিক অবস্থা বজায় রাখতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) প্রযুক্তির সহায়তা নিচ্ছেন তাঁরা।
ব্রাজিলের মানাউসে একটি প্রকল্পের অধীনে আমাজনের গভীর বনাঞ্চলের ১০টি গাছে বেঁধে দেওয়া হয়েছে এআই প্রযুক্তির ছোট বাক্স। ‘কুরুপিরাস’ নামের এসব বুদ্ধিমান বাক্সে অডিও সেন্সর স্থাপন করা হয়েছে। প্রকল্পটির ব্যবস্থাপক থিয়াগো আলমেদা বলেন, স্থানীয় লোককথার বন্য প্রাণী কুরুপিরাসের নামে বাক্সগুলোর নামকরণ করা হয়েছে। স্থানীয়দের মতে, বনের শিকারি ও চোরাকারবারিদের শিকার করে থাকে কুরুপিরাস।
থিয়াগো আরও বলেন, কুরুপিরাস প্রাণীটির মতোই বনাঞ্চল নিধনকারী, চোরাকারবারি কিংবা শিকারিদের দমন করতে ব্যবহার করা হবে বুদ্ধিমান এই বাক্সগুলো। এতে ব্যবহৃত সেন্সর ও সফটওয়্যার এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে বনের জন্য ক্ষতিকর শব্দগুলো (যেমন করাত ও ট্রাক্টরের শব্দ) আলাদা করে চিনতে পারে।
একবার হুমকির বিষয়টি শনাক্ত হয়ে গেলেই তাৎক্ষণিকভাবে স্যাটেলাইটের মাধ্যমে তথ্য পাঠাতে সক্ষম এসব বাক্স। এরপর হুমকি মোকাবিলায় সংশ্লিষ্ট স্থানে প্রতিনিধি পাঠানো যাবে। আমাজনাস স্টেট ইউনিভার্সিটির গবেষক রাইমুন্ডো ক্লাউডিও গোমস বলেন, মানাউস প্রকল্প তুলনামূলকভাবে সস্তা; কারণ, এতে তথ্য স্থানান্তরের জন্য বড় অ্যানটেনার প্রয়োজন হয় না।
প্রকল্পটির প্রাথমিক ধাপ সফলতার সঙ্গে শেষ হয়েছে। এবার পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পৃথিবীর ফুসফুসখ্যাত আমাজন বনাঞ্চল ধ্বংসের বিষয়ে যথেষ্ট উদ্বিগ্ন পরিবেশবিজ্ঞানীরা। তাঁদের মতে, এর প্রত্যক্ষ প্রভাবে পৃথিবীর জলবায়ুতে ব্যাপক পরিবর্তন আসতে পারে। তাই বনাঞ্চলটির স্বাভাবিক অবস্থা বজায় রাখতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) প্রযুক্তির সহায়তা নিচ্ছেন তাঁরা।
ব্রাজিলের মানাউসে একটি প্রকল্পের অধীনে আমাজনের গভীর বনাঞ্চলের ১০টি গাছে বেঁধে দেওয়া হয়েছে এআই প্রযুক্তির ছোট বাক্স। ‘কুরুপিরাস’ নামের এসব বুদ্ধিমান বাক্সে অডিও সেন্সর স্থাপন করা হয়েছে। প্রকল্পটির ব্যবস্থাপক থিয়াগো আলমেদা বলেন, স্থানীয় লোককথার বন্য প্রাণী কুরুপিরাসের নামে বাক্সগুলোর নামকরণ করা হয়েছে। স্থানীয়দের মতে, বনের শিকারি ও চোরাকারবারিদের শিকার করে থাকে কুরুপিরাস।
থিয়াগো আরও বলেন, কুরুপিরাস প্রাণীটির মতোই বনাঞ্চল নিধনকারী, চোরাকারবারি কিংবা শিকারিদের দমন করতে ব্যবহার করা হবে বুদ্ধিমান এই বাক্সগুলো। এতে ব্যবহৃত সেন্সর ও সফটওয়্যার এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে বনের জন্য ক্ষতিকর শব্দগুলো (যেমন করাত ও ট্রাক্টরের শব্দ) আলাদা করে চিনতে পারে।
একবার হুমকির বিষয়টি শনাক্ত হয়ে গেলেই তাৎক্ষণিকভাবে স্যাটেলাইটের মাধ্যমে তথ্য পাঠাতে সক্ষম এসব বাক্স। এরপর হুমকি মোকাবিলায় সংশ্লিষ্ট স্থানে প্রতিনিধি পাঠানো যাবে। আমাজনাস স্টেট ইউনিভার্সিটির গবেষক রাইমুন্ডো ক্লাউডিও গোমস বলেন, মানাউস প্রকল্প তুলনামূলকভাবে সস্তা; কারণ, এতে তথ্য স্থানান্তরের জন্য বড় অ্যানটেনার প্রয়োজন হয় না।
প্রকল্পটির প্রাথমিক ধাপ সফলতার সঙ্গে শেষ হয়েছে। এবার পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পাসিজা, ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভা প্রদেশের ৫৫ বছর বয়সী এক নারী। প্রতিদিন সকালে তাঁর ঘুম ভাঙে সমুদ্রের শব্দে। বিষয়টি শুনতে রোমান্টিক মনে হলেও, পরিস্থিতি ঠিক উল্টো। সমুদ্র উপকূলে রেজোসারী সেনিক নামের এই ছোট গ্রামে তাঁর বাড়িটিই এখন একমাত্র টিকে থাকা ঘর। জাভার উত্তর উপকূলে একসময় গ্রামটি শুষ্ক ভূমিতে..
১৪ ঘণ্টা আগেঈদুল ফিতরের লম্বা ছুটিতে ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু ছুটি শেষে ব্যস্ত শহুরে জীবন শুরু হওয়ার পর থেকে বায়ুদূষণ ক্রমেই বাড়ছে। তারই ধারাবাহিকতায় বিগত কয়েক দিন ধরে ঢাকা আবারও বিশ্বজুড়ে বায়ুদূষণের ক্ষেত্রে শীর্ষ অবস্থানেই থাকছে। আজ শনিবারও ঢাকা আছে তালিকার শীর্ষে।
১৭ ঘণ্টা আগেসবচেয়ে বিস্তৃতভাবে পাওয়া গেছে ক্যাডমিয়াম ধাতু, যা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। দক্ষিণ ও পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার কিছু অংশে এই ধাতুর উপস্থিতি আশঙ্কাজনক ভাবে বেশি।
১ দিন আগেসাধারণত বৃষ্টি হলে কমে আসে দূষণ। তবে, গতকাল বৃহস্পতিবার রাজধানীতে তুমুল বৃষ্টির পরও বায়ুমানে তেমন উন্নতি নেই। আজ শুক্রবার, বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআইয়ের সকাল ৯টা ৫০ এর রেকর্ড অনুযায়ী, বায়ুমান ১৬১ নিয়ে তৃতীয় অবস্থানে আছে ঢাকা। যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক...
২ দিন আগে