নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পরিবেশ নিয়ে কথা বলায় ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ফজলে নুর তাপস ধোলাইখালে চুবাতে চেয়েছেন বলে জানিয়েছেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল। আজ সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বাংলাদেশের উন্নয়ন আখ্যান ও সমান্তরাল বাস্তবতা’ শীর্ষক অনুষ্ঠান তিনি এমন কথা বলেন।
এসডিজি বাস্তবায়ন নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এ অনুষ্ঠানে সুলতাানা কামাল বলেন, ‘আমারই নির্বাচনী এলাকার মানুষ, অত্যন্ত স্নেহের পাত্র আমার, মেয়র তাপস; ছোটবেলা থেকে দেখেছি। কারণ, একই পাড়ায় থেকেছে। আমরা সবাই যখন পরিবেশ নিয়ে কথা বলতে গেলাম, তিনি বললেন যে, যদি বেশি কথা বলে ধোলাইখালে নিয়ে চুবাব।’
সুলতানা কামাল আরও বলেন, ‘এই সংস্কৃতি তাঁর একার মধ্যে না। অনেকের মধ্যে আছে। কথা বললে যদি চোবানোর ধমক খেতে হয়, তাহলে কোন রাজনীতিকের কাছে যেতে হবে?’
বাংলাদেশের উন্নয়ন আখ্যানের সঙ্গে বাস্তবতার মিল নেই মন্তব্য করে সুলতানা কামাল বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন আখ্যানের সঙ্গে বাস্তবতার আর মিল হচ্ছে না। এখানে সবাই রাজনৈতিক সদিচ্ছার কথা বলেছে। কিন্তু সেটা আসবে কোথা থেকে? রাজনীতিবিদেরা কোথায়? তাঁদের খুঁজে পাওয়া যায় না।’
এসডিজি বাস্তবায়ন নাগরিক প্ল্যাটফর্ম কর্তৃক ২০২২ সালে দেশের সাতটি জেলা শহরে নাগরিক পরামর্শ সভার আয়োজন করা হয়। স্থানীয় পর্যায়ের প্রাপ্ত মতামত বিশ্লেষণ করে ‘বাংলাদেশের উন্নয়ন আখ্যান ও সমান্তরাল বাস্তবতা: পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাবনা’ শীর্ষক প্রকাশনা প্রকাশ করে নাগরিক প্ল্যাটফর্ম।
অনুষ্ঠানে নিবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘বাংলাদেশে উন্নয়ন হয়েছে কিন্তু সেই উন্নয়নের ভাগীদার সবাই সমানভাবে হয়নি। বাংলাদেশের ধনী ১০ শতাংশ এখন ৪১ শতাংশ আয়কে নিয়ন্ত্রণ করে। আর সবচেয়ে গরিব যে ১০ শতাংশ আছে, তারা ১ দশমিক ৩ শতাংশ আয়কে নিয়ন্ত্রণ করে। গ্রামে বৈষম্যের পরিমাণ বাড়ছে। দেশে বিত্তবান মানুষ একই সঙ্গে রাজনৈতিকভাবে ক্ষমতাবানদের উত্থান ঘটেছে।’
দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, ‘এখন বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে পরিবেশ প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়নি। দেশের ছোট–বড় সব প্রতিষ্ঠানেই আর্থিক দুর্নীতি আছে। রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে যে সম্পদের যেমন ব্যবহার হওয়া উচিত তা হচ্ছে না। গণতান্ত্রিক জবাবদিহি নেই।’
এ সময় শিক্ষার মান নিয়ে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ‘৭০ ভাগ শিক্ষা আসছে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে। কিন্তু অর্থনীতি যেখানে কাজ করছে সেখানে সব জায়গায় এই শিক্ষার দরকার নেই। এখানে গুণগত পরিবর্তন আনতে হবে।’
অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘বাংলাদেশকে গড়ের আধিপত্য থেকে বের হয়ে আসতে হবে। অনেক আর্থিক সূচকে উন্নতি হয়েছে। তবে যখনই বাংলাদেশের বিভিন্ন জায়গায় সামষ্টিক থেকে ব্যক্তি পর্যায়ে যাওয়া হচ্ছে, দেখা যাচ্ছে অনেক ধরনের অসাম্য রয়েছে।’
অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেন, ‘এই আলোচনার মূল কথা হচ্ছে অবাধ, শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক নির্বাচন। এখানে যে ক্ষমতায় আসে উনি এই পরিচয়ে আসবেন যে তাঁকে জনগণ নির্বাচিত করেছেন এবং জনগণের আশা পূরণ করবেন।’
রেহমান সোবহান আরও বলেন, ‘দেশে অনেক ভালো কাজ হয়েছে। পদ্মা সেতু হয়েছে। এটার কৃতিত্ব শেখ হাসিনাকে দিতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক বিচারপতি আব্দুল মতিন এবং কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
পরিবেশ নিয়ে কথা বলায় ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ফজলে নুর তাপস ধোলাইখালে চুবাতে চেয়েছেন বলে জানিয়েছেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল। আজ সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বাংলাদেশের উন্নয়ন আখ্যান ও সমান্তরাল বাস্তবতা’ শীর্ষক অনুষ্ঠান তিনি এমন কথা বলেন।
এসডিজি বাস্তবায়ন নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এ অনুষ্ঠানে সুলতাানা কামাল বলেন, ‘আমারই নির্বাচনী এলাকার মানুষ, অত্যন্ত স্নেহের পাত্র আমার, মেয়র তাপস; ছোটবেলা থেকে দেখেছি। কারণ, একই পাড়ায় থেকেছে। আমরা সবাই যখন পরিবেশ নিয়ে কথা বলতে গেলাম, তিনি বললেন যে, যদি বেশি কথা বলে ধোলাইখালে নিয়ে চুবাব।’
সুলতানা কামাল আরও বলেন, ‘এই সংস্কৃতি তাঁর একার মধ্যে না। অনেকের মধ্যে আছে। কথা বললে যদি চোবানোর ধমক খেতে হয়, তাহলে কোন রাজনীতিকের কাছে যেতে হবে?’
বাংলাদেশের উন্নয়ন আখ্যানের সঙ্গে বাস্তবতার মিল নেই মন্তব্য করে সুলতানা কামাল বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন আখ্যানের সঙ্গে বাস্তবতার আর মিল হচ্ছে না। এখানে সবাই রাজনৈতিক সদিচ্ছার কথা বলেছে। কিন্তু সেটা আসবে কোথা থেকে? রাজনীতিবিদেরা কোথায়? তাঁদের খুঁজে পাওয়া যায় না।’
এসডিজি বাস্তবায়ন নাগরিক প্ল্যাটফর্ম কর্তৃক ২০২২ সালে দেশের সাতটি জেলা শহরে নাগরিক পরামর্শ সভার আয়োজন করা হয়। স্থানীয় পর্যায়ের প্রাপ্ত মতামত বিশ্লেষণ করে ‘বাংলাদেশের উন্নয়ন আখ্যান ও সমান্তরাল বাস্তবতা: পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাবনা’ শীর্ষক প্রকাশনা প্রকাশ করে নাগরিক প্ল্যাটফর্ম।
অনুষ্ঠানে নিবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘বাংলাদেশে উন্নয়ন হয়েছে কিন্তু সেই উন্নয়নের ভাগীদার সবাই সমানভাবে হয়নি। বাংলাদেশের ধনী ১০ শতাংশ এখন ৪১ শতাংশ আয়কে নিয়ন্ত্রণ করে। আর সবচেয়ে গরিব যে ১০ শতাংশ আছে, তারা ১ দশমিক ৩ শতাংশ আয়কে নিয়ন্ত্রণ করে। গ্রামে বৈষম্যের পরিমাণ বাড়ছে। দেশে বিত্তবান মানুষ একই সঙ্গে রাজনৈতিকভাবে ক্ষমতাবানদের উত্থান ঘটেছে।’
দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, ‘এখন বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে পরিবেশ প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়নি। দেশের ছোট–বড় সব প্রতিষ্ঠানেই আর্থিক দুর্নীতি আছে। রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে যে সম্পদের যেমন ব্যবহার হওয়া উচিত তা হচ্ছে না। গণতান্ত্রিক জবাবদিহি নেই।’
এ সময় শিক্ষার মান নিয়ে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ‘৭০ ভাগ শিক্ষা আসছে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে। কিন্তু অর্থনীতি যেখানে কাজ করছে সেখানে সব জায়গায় এই শিক্ষার দরকার নেই। এখানে গুণগত পরিবর্তন আনতে হবে।’
অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘বাংলাদেশকে গড়ের আধিপত্য থেকে বের হয়ে আসতে হবে। অনেক আর্থিক সূচকে উন্নতি হয়েছে। তবে যখনই বাংলাদেশের বিভিন্ন জায়গায় সামষ্টিক থেকে ব্যক্তি পর্যায়ে যাওয়া হচ্ছে, দেখা যাচ্ছে অনেক ধরনের অসাম্য রয়েছে।’
অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেন, ‘এই আলোচনার মূল কথা হচ্ছে অবাধ, শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক নির্বাচন। এখানে যে ক্ষমতায় আসে উনি এই পরিচয়ে আসবেন যে তাঁকে জনগণ নির্বাচিত করেছেন এবং জনগণের আশা পূরণ করবেন।’
রেহমান সোবহান আরও বলেন, ‘দেশে অনেক ভালো কাজ হয়েছে। পদ্মা সেতু হয়েছে। এটার কৃতিত্ব শেখ হাসিনাকে দিতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক বিচারপতি আব্দুল মতিন এবং কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
স্বস্তি মিলছে না ঢাকার বাতাসে। আজও রাজধানী শহরের বাতাসের অবস্থা অস্বাস্থ্যকর। আজ রোববার, বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স–একিউআইয়ের সকাল ৯টা ৫০ মিনিটের রেকর্ড অনুযায়ী, বায়ুমান ১৮৬ নিয়ে শীর্ষে অবস্থান করছে ঢাকা, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।
১৩ মিনিট আগেপাসিজা, ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভা প্রদেশের ৫৫ বছর বয়সী এক নারী। প্রতিদিন সকালে তাঁর ঘুম ভাঙে সমুদ্রের শব্দে। বিষয়টি শুনতে রোমান্টিক মনে হলেও, পরিস্থিতি ঠিক উল্টো। সমুদ্র উপকূলে রেজোসারী সেনিক নামের এই ছোট গ্রামে তাঁর বাড়িটিই এখন একমাত্র টিকে থাকা ঘর। জাভার উত্তর উপকূলে একসময় গ্রামটি শুষ্ক ভূমিতে..
১ দিন আগেঈদুল ফিতরের লম্বা ছুটিতে ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু ছুটি শেষে ব্যস্ত শহুরে জীবন শুরু হওয়ার পর থেকে বায়ুদূষণ ক্রমেই বাড়ছে। তারই ধারাবাহিকতায় বিগত কয়েক দিন ধরে ঢাকা আবারও বিশ্বজুড়ে বায়ুদূষণের ক্ষেত্রে শীর্ষ অবস্থানেই থাকছে। আজ শনিবারও ঢাকা আছে তালিকার শীর্ষে।
১ দিন আগেসবচেয়ে বিস্তৃতভাবে পাওয়া গেছে ক্যাডমিয়াম ধাতু, যা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। দক্ষিণ ও পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার কিছু অংশে এই ধাতুর উপস্থিতি আশঙ্কাজনক ভাবে বেশি।
২ দিন আগে