Ajker Patrika

পরিবেশ অধিদপ্তরের নীরবতাকে মৌনসম্মতি ধরা হবে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০১ জুন ২০২১, ২৩: ২৫
পরিবেশ অধিদপ্তরের নীরবতাকে মৌনসম্মতি ধরা হবে

ঢাকা: উন্নয়নকাজের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের অনুমোদনের জন্য আর দীর্ঘদিন অপেক্ষায় থাকার দরকার নেই। এখন থেকে আবেদন দাখিলের পর নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো জবাব না এলে সেটি অধিদপ্তরের মৌন সম্মতি বলে ধরে নেওয়া হবে।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এমন অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী জানান, নির্দিষ্ট সময়ে অনাপত্তি আবেদনে সাড়া না দিলে পরিবেশ অধিদপ্তরের জবাব না দেওয়াকে মৌন সম্মতি হিসেবে ধরে কাজ করা হবে। এ বিষয়ে একনেক সভায় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুশাসন দিয়েছেন।

মন্ত্রী বলেন, অনেক সময় উন্নয়নকাজের জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমোদন বা অনাপত্তির প্রয়োজন হয়। এ সময় তাঁরা দীর্ঘদিন আবেদন ফেলে রাখেন। এ ধরনের সমস্যা নিরসনে প্রধানমন্ত্রী বলেছেন, আবেদন জমার সময় নির্দিষ্ট করে দিতে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে হবে পরিবেশ অধিদপ্তরকে। তাঁরা চুপ থাকলে তাদের মৌন সম্মতি রয়েছে ধরে নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত