Ajker Patrika

সীতাকুণ্ডে উপকূলে ভেসে এল ৩টি মৃত স্ত্রী প্রজাতির ডলফিন

প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
সীতাকুণ্ডে উপকূলে ভেসে এল ৩টি মৃত স্ত্রী প্রজাতির ডলফিন

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের বি এম এনার্জি গ্যাস কারখানা সংলগ্ন সাগর উপকূলে ভেসে এসেছে তিনটি স্ত্রী প্রজাতির মৃত ডলফিন। ডলফিনের পেটের দিকের অংশ পচে গিয়েছিল। আজ বুধবার বিকেলে সাগর উপকূলে ডলফিন পড়ে থাকার খবর পেয়ে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, মৃত ডলফিন তিনটি প্রায় ৭ ফুট লম্বা। ওজন ৩ মণের বেশি। এগুলো পাঁচ থেকে সাত দিন আগে সাগরে মারা যেতে পারে বলে তিনি ধারণা করেন।

মো. শামীম আহমেদ আরও বলেন, সাগর উপকূলে ভেসে আসা মৃত ডলফিনগুলো স্ত্রী প্রজাতির। সমুদ্রে বসানো বিহিন্দি জালে আটকা পড়ে এগুলোর মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যা পরে জোয়ারের সঙ্গে সাগর উপকূলে ভেসে এসেছে। সাগর উপকূলে পড়ে থাকা মৃত ডলফিনগুলো মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করবেন বলেও জানান তিনি। 

স্থানীয় কৃষক মোহাম্মদ ইউসুফ জানান, মঙ্গলবার বিকেলে জোয়ারের সঙ্গে মৃত ডলফিন তিনটি সাগর উপকূলে ভেসে আসে। তাঁরা বিষয়টি আজ সকালে স্থানীয় জনপ্রতিনিধিকে অবহিত করেন। দুপুর থেকে মৃত ডলফিনগুলোর পচা গন্ধ বাতাসে চারদিকে ছড়িয়ে পড়ে। 

এর আগে গত ২০ আগস্ট সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর সাগর উপকূলের সংরক্ষিত উপকূলীয় বনে ভেসে আসা প্রায় ২ মন ওজনের একটি ডলফিন মাটি চাপা দেয় উপকূলীয় বন বিভাগের কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত