Ajker Patrika

বৃষ্টি থাকবে আরও দুই দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ২১: ৫৬
বৃষ্টি থাকবে আরও দুই দিন

আজ সারা দেশে বৃষ্টিপাত কমে এলেও আগামী দুই দিন দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া সারা দেশেই দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে এসেছে। আরও দুই দিন বৃষ্টি থাকবে। এ সময় ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি হবে।’

আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে আরও দুই দিন। তবে এ সময় সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা, মনু, সোমেশ্বরীসহ আট নদীতে পানির উচ্চতা বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 

আগামীকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ও খুলনার কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী সোমবার সন্ধ্যা ৬টা থেকে রংপুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনার দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
 
গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সব বিভাগে কমবেশি বৃষ্টিপাত হয়েছে। এ সময় সিলেট সর্বোচ্চ ৩৭০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। 

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর কিশোরগঞ্জের নিকলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত