Ajker Patrika

সারা দেশে বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রাও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সারা দেশে বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রাও

দেশের আট বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, সারা দেশে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। তবে বৃষ্টিপাত হলেও, তাপমাত্রা বাড়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ সোমবার রাতে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘বৃষ্টিপাতের কারণে গত দুই-তিন দিন তাপমাত্রা কিছুটা কমেছিল। তবে এখন আবার তাপমাত্রা সামান্য বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ মাসের শেষ দিকে বৃষ্টির প্রবণতা আরও বাড়বে, তখন গরম কমে আসবে।’

রোববার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সব বিভাগে কম-বেশি বৃষ্টিপাত হয়েছে। এ সময় নীলফামারীর ডিমলা উপজেলায় সর্বোচ্চ ৪৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকায় এ সময় সামান্য বৃষ্টি হয়েছে।  

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সীতাকুণ্ডে সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত