Ajker Patrika

এবার কর্ণফুলীতে ধরা পড়ল সাকার ফিশ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ০০: ১৫
এবার কর্ণফুলীতে ধরা পড়ল সাকার ফিশ

রাঙামাটির কাপ্তাইয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া কর্ণফুলী নদীতে জেলেদের জালে প্রথমবারের মতো ধরা পড়েছে সাকার ফিশ। আজ রোববার বেলা ১২টার দিকে কাপ্তাইয়ের শিলছড়ি এলাকার সীতাঘাট এলাকায় মাছ ধরার সময় এটি ধরা পড়ে। 

জানা যায়, ওই এলাকার জেলে মো. রহমত আলীর জালে বিরল প্রজাতির এই রাক্ষুসে মাছটি ধরা পড়ে। প্রথমে তিনি মাছটিকে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে নিয়ে যান। পরে ইউএনও এর দপ্তর হতে মাছটিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরে পাঠানো হলে পরবর্তীতে মাছটিকে মেরে ফেলা হয়। 

কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে বিগত ৩০ বছর ধরে মাছ ধরেন সুভাষ দাশ। তিনি জানান, এই জীবনে তিনি এই ধরনের মাছের দেখেননি। এই প্রথম তিনি এই মাছটির কথা শুনেছেন। 

কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, সাকার মাছ দেশীয় প্রজাতির জন্য হুমকি, এতে কোনো সন্দেহ নেই। যে জলাশয় কিংবা নদীতে সাকার মাছ থাকবে, সেগুলো সেখানকার দেশীয় প্রজাতির মাছের খাবার খেয়ে ফেলবে। অর্থাৎ দেশি প্রজাতির মাছগুলো শেষ পর্যন্ত খাবার কম পাবে, ক্ষতিগ্রস্ত হবে দেশি প্রজাতির মাছ। 

এই মৎস্য কর্মকর্তা আরও বলেন, এই মাছ মুখ দিয়ে ময়লা আবর্জনা টেনে নেয়। এরা দূষিত এবং খারাপ পানিতেও মরে না। এই মাছের কাঁটা বেশি, মাংস কম, তাই মানুষ এটাকে খায় না। তবে এরা অন্য মাছকে খেয়ে ফেলে। 

উল্লেখ্য, বুড়িগঙ্গা নদীসহ বেশ কয়েকটি উন্মুক্ত জলাশয়ে ছড়িয়ে পড়েছে সাকার ফিশ। এতে অন্যান্য মাছের প্রজনন হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত