সৌগত বসু ও শাহীন শাহ, টেকনাফ থেকে
ঘূর্ণিঝড় মোখা আঘাত হানার আগেই সেন্ট মার্টিন দ্বীপ ছাড়তে চায় অনেকেই। তবে সাগর উত্তাল থাকায় প্রশাসন থেকে বলা হয়েছে, এই মুহূর্তে সেন্ট মার্টিন দ্বীপ ত্যাগ করার কোনো উপায় নেই।
আবহাওয়া অধিদপ্তর থেকে এরই মধ্যে কক্সবাজারসহ চট্টগ্রামের উপকূলে ৮ নম্বর মহা বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। মোখার প্রভাব পড়তে শুরু করেছে উপকূলে। রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি ও বাতাস। গতকাল শুক্রবার অনেকেই সেন্ট মার্টিন দ্বীপ ছেড়ে এসেছে। তবে তারা এসেছে নিজস্ব ব্যবস্থাপনায়।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানিয়েছেন, যাঁরা এখানে ব্যবসা করতে এসেছিলেন তাঁরা চলে গেছেন টেকনাফে। তবে এখন পর্যন্ত প্রায় ৯ হাজার স্থায়ী বাসিন্দা রয়েছে প্রবাল দ্বীপটিতে। তাদের জন্য প্রস্তুত করা হয়েছে ৩৭টি আশ্রয়কেন্দ্র। এসব আশ্রয়কেন্দ্রের ধারণক্ষমতা সব মিলিয়ে ৬ হাজার ৮০০ জন।
তবে সেন্ট মার্টিন দ্বীপের অনেক বাসিন্দা জানিয়েছেন, চলে আসতে চান তাঁরা। আশ্রয়কেন্দ্রগুলোর অবস্থা নড়বড়ে। ঝড়ের যে তীব্রতা থাকবে, তাতে আশ্রয়কেন্দ্রে নিরাপদ থাকা যাবে না।
সেন্ট মার্টিনের বাসিন্দা জসীমউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘মোখার প্রভাব শুরু হওয়ার আগেই আমাদের নিরাপদে সরিয়ে নেওয়া হোক।’
আরেক বাসিন্দা আবদুল্লাহ আল নোমান বলেন, তাঁরা এখানে নিরাপদ অনুভব করছেন না। তাঁরা সেন্ট মার্টিন দ্বীপ ছাড়তে চান। তবে তেমন কোনো উপায় নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্ট মার্টিনের বাসিন্দা আব্দুল মালেক লিখেছেন, সেন্ট মার্টিনের লোকজন বাঁচতে চায়। আর মাত্র ১১ ঘণ্টা সময় আছে। সেন্ট মার্টিনের বাসিন্দাদের কথা শুনছে না কেউ।
তিনি লেখেন, সেন্ট মার্টিন উপকূলে দুটি জাহাজ এবং বিজেপি ও কোস্ট গার্ডের স্পিডবোর্ড আছে। তরা চাইলেই নিরাপদে নিয়ে যেতে পারে বাসিন্দাদের।
তবে ভিন্ন কথা বলছে স্থানীয় প্রশাসন। টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, উত্তাল সাগর পাড়ি দিয়ে আসা সম্ভব নয়। প্রশাসন থেকে এটা মানতে চাইবে না। তিনি সাংবাদিকদের অনুরোধ করেন, তাঁরা যেন আশ্রয়কেন্দ্রে যেতে বাসিন্দাদের অনুপ্রাণিত করেন।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ঝড়ের অগ্রভাগ প্রথমে আঘাত হানবে সেন্ট মার্টিন দ্বীপে। এই দ্বীপে হতে পারে ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এমন জলোচ্ছ্বাস হলে কমপক্ষে দুই-তিন তালার ওপরে থাকতে হবে আশ্রয়কেন্দ্রে।
মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, গতকাল থেকে বিভিন্ন স্পিডবোট ও নৌকা চলাচল করছিল। তাদের বাধা দেওয়া হয়নি। সে সময় তেমন কেউ সেন্ট মার্টিন থেকে টেকনাফে আসেনি। তবে বোর্ড মালিকদেরই লোকজন প্রশাসনকে জানিয়েছে যে সাগরের যে অবস্থা, তাতে চলাচলের উপযোগী নয়। সাগর উত্তাল আছে। তাই স্থানীয় বাসিন্দা যারা আছে, তারা যদি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়, তাহলে নিরাপদে থাকবে।
এই প্রশাসনিক কর্মকর্তা আরও বলেন, এখন যেসব অবকাঠামো সেন্ট মার্টিনে তৈরি হয়েছে, সেগুলো মজবুত আছে। বিশেষ করে সেন্ট মার্টিনে যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেটির ধারণক্ষমতা ১ হাজারের ওপরে। এ ছাড়া কয়েকটি রিসোর্ট রয়েছে, যেগুলা দুই-তিন তালার বেশি উচ্চতা। আশা করা যাচ্ছে, তারা যদি আশ্রয়কেন্দ্রে থাকলে বিপদ হবে না। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা।
আরও পড়ুন:
ঘূর্ণিঝড় মোখা আঘাত হানার আগেই সেন্ট মার্টিন দ্বীপ ছাড়তে চায় অনেকেই। তবে সাগর উত্তাল থাকায় প্রশাসন থেকে বলা হয়েছে, এই মুহূর্তে সেন্ট মার্টিন দ্বীপ ত্যাগ করার কোনো উপায় নেই।
আবহাওয়া অধিদপ্তর থেকে এরই মধ্যে কক্সবাজারসহ চট্টগ্রামের উপকূলে ৮ নম্বর মহা বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। মোখার প্রভাব পড়তে শুরু করেছে উপকূলে। রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি ও বাতাস। গতকাল শুক্রবার অনেকেই সেন্ট মার্টিন দ্বীপ ছেড়ে এসেছে। তবে তারা এসেছে নিজস্ব ব্যবস্থাপনায়।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানিয়েছেন, যাঁরা এখানে ব্যবসা করতে এসেছিলেন তাঁরা চলে গেছেন টেকনাফে। তবে এখন পর্যন্ত প্রায় ৯ হাজার স্থায়ী বাসিন্দা রয়েছে প্রবাল দ্বীপটিতে। তাদের জন্য প্রস্তুত করা হয়েছে ৩৭টি আশ্রয়কেন্দ্র। এসব আশ্রয়কেন্দ্রের ধারণক্ষমতা সব মিলিয়ে ৬ হাজার ৮০০ জন।
তবে সেন্ট মার্টিন দ্বীপের অনেক বাসিন্দা জানিয়েছেন, চলে আসতে চান তাঁরা। আশ্রয়কেন্দ্রগুলোর অবস্থা নড়বড়ে। ঝড়ের যে তীব্রতা থাকবে, তাতে আশ্রয়কেন্দ্রে নিরাপদ থাকা যাবে না।
সেন্ট মার্টিনের বাসিন্দা জসীমউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘মোখার প্রভাব শুরু হওয়ার আগেই আমাদের নিরাপদে সরিয়ে নেওয়া হোক।’
আরেক বাসিন্দা আবদুল্লাহ আল নোমান বলেন, তাঁরা এখানে নিরাপদ অনুভব করছেন না। তাঁরা সেন্ট মার্টিন দ্বীপ ছাড়তে চান। তবে তেমন কোনো উপায় নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্ট মার্টিনের বাসিন্দা আব্দুল মালেক লিখেছেন, সেন্ট মার্টিনের লোকজন বাঁচতে চায়। আর মাত্র ১১ ঘণ্টা সময় আছে। সেন্ট মার্টিনের বাসিন্দাদের কথা শুনছে না কেউ।
তিনি লেখেন, সেন্ট মার্টিন উপকূলে দুটি জাহাজ এবং বিজেপি ও কোস্ট গার্ডের স্পিডবোর্ড আছে। তরা চাইলেই নিরাপদে নিয়ে যেতে পারে বাসিন্দাদের।
তবে ভিন্ন কথা বলছে স্থানীয় প্রশাসন। টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, উত্তাল সাগর পাড়ি দিয়ে আসা সম্ভব নয়। প্রশাসন থেকে এটা মানতে চাইবে না। তিনি সাংবাদিকদের অনুরোধ করেন, তাঁরা যেন আশ্রয়কেন্দ্রে যেতে বাসিন্দাদের অনুপ্রাণিত করেন।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ঝড়ের অগ্রভাগ প্রথমে আঘাত হানবে সেন্ট মার্টিন দ্বীপে। এই দ্বীপে হতে পারে ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এমন জলোচ্ছ্বাস হলে কমপক্ষে দুই-তিন তালার ওপরে থাকতে হবে আশ্রয়কেন্দ্রে।
মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, গতকাল থেকে বিভিন্ন স্পিডবোট ও নৌকা চলাচল করছিল। তাদের বাধা দেওয়া হয়নি। সে সময় তেমন কেউ সেন্ট মার্টিন থেকে টেকনাফে আসেনি। তবে বোর্ড মালিকদেরই লোকজন প্রশাসনকে জানিয়েছে যে সাগরের যে অবস্থা, তাতে চলাচলের উপযোগী নয়। সাগর উত্তাল আছে। তাই স্থানীয় বাসিন্দা যারা আছে, তারা যদি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়, তাহলে নিরাপদে থাকবে।
এই প্রশাসনিক কর্মকর্তা আরও বলেন, এখন যেসব অবকাঠামো সেন্ট মার্টিনে তৈরি হয়েছে, সেগুলো মজবুত আছে। বিশেষ করে সেন্ট মার্টিনে যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেটির ধারণক্ষমতা ১ হাজারের ওপরে। এ ছাড়া কয়েকটি রিসোর্ট রয়েছে, যেগুলা দুই-তিন তালার বেশি উচ্চতা। আশা করা যাচ্ছে, তারা যদি আশ্রয়কেন্দ্রে থাকলে বিপদ হবে না। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা।
আরও পড়ুন:
বুধবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
৬ মিনিট আগেঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
২ ঘণ্টা আগেবাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ এবং দীর্ঘ মেয়াদে...
৩ ঘণ্টা আগেগ্লাস, বারের স্ন্যাকস কিংবা ককটেল শেকার নেই। তাতে কী হয়েছে? পশ্চিম আফ্রিকার গিনি বিসাউয়ের বনে দেখা গেছে অন্য রকম এক ‘পানভোজন’। সেখানে ক্যামেরায় ধরা পড়েছে—বন্য শিম্পাঞ্জিরা আয়েশ করে একে অপরের সঙ্গে ভাগ করে খাচ্ছে পেকে একেবারে গাঁজন হয়ে যাওয়া আফ্রিকান ব্রেডফ্রুট। অতিরিক্ত পেকে যাওয়ার ফলে প্রাকৃতিকভাবে
১৪ ঘণ্টা আগে