Ajker Patrika

৪০ বছরে দেড় লাখ প্রাণ কেড়ে নিয়েছে বৈরী আবহাওয়া

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৪২
৪০ বছরে দেড় লাখ প্রাণ কেড়ে নিয়েছে বৈরী আবহাওয়া

তাপপ্রবাহ, বন্যাসহ নানা বৈরী আবহাওয়ার কারণে গত ৪০ বছরে শুধু ইউরোপেই ১ লাখ ৪২ হাজার মানুষের প্রাণ গেছে বলে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে। এই সময়ে ব্যয় হয়েছে অন্তত ৫১০ বিলিয়ন ইউরো। গতকাল বুধবার প্রকাশিত ইউরোপিয়ান এনভায়রনমেন্ট এজেন্সির গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮০ থেকে ২০২০ সাল পর্যন্ত হওয়া আর্থিক ক্ষতির প্রায় ৬০ শতাংশ ঘটেছে চরম ও প্রতিকূল আবহাওয়ার কারণে। আর তাপপ্রবাহের কারণে মারা গেছে ৯১ শতাংশ মানুষ। ওই গবেষণায় আরও বলা হয়েছে, ২০০৩ সালের গ্রীষ্মকালীন তাপপ্রবাহের কারণে মারা গেছে ৮০ হাজার মানুষ।

তবে ২০০৩ সালের পর তাপপ্রবাহজনিত মৃত্যু কমেছে বলে জানিয়েছে ইউরোপিয়ান এনভায়রনমেন্ট এজেন্সি। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘যেহেতু বিভিন্ন দেশ ও ব্যক্তি তাপমাত্রা রোধে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে (যেমন এয়ারকন্ডিশন স্থাপন), ফলে তাপপ্রবাহজনিত মৃত্যু কমেছে। ইউরোপিয়ান এনভায়রনমেন্ট এজেন্সির পরিবেশ বিশেষজ্ঞ উটার ভ্যানেয়ুভ্যালি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আবহাওয়া ও জলবায়ুর কারণে আমরা যেসব বিপদের কথা বলি, তার পেছনে জলবায়ু পরিস্থিত দায়ী।’

ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানি সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। দেশটি বৈরী আবহাওয়ার কারণে গত চার দশকে ১০ কোটি ৭০ লাখ ডলার খুইয়েছে এবং প্রাণ গেছে অন্তত ৪২ হাজার মানুষের।

এর পরে রয়েছে ফ্রান্স ও ইতালি। ফ্রান্সে মারা গেছে ২৬ হাজার ৭০০ মানুষ এবং ইতালিতে ২১ হাজার ৬০০।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত