Ajker Patrika

এই সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার পদধ্বনি

আপডেট : ০১ জুলাই ২০২৪, ১৮: ২৪
এই সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার পদধ্বনি

চলতি সপ্তাহে বেশ কয়েক দিন টানা ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জসহ উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় নদ-নদীর পানি বেশির ভাগ এলাকায় বিপৎসীমার ওপরে উঠেছে। এমন পরিস্থিতিতে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, সিলেটে আগামী ৭২ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এ সময় সিলেটের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, আজ সোমবার দুপুর ১২টায় সুরমা নদী কানাইঘাট পয়েন্ট ও কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে যথাক্রমে পানি বিপৎসীমার ৮৫ ও ৮৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেখানে রোববার সন্ধ্যায় কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়৷

আর সুরমা নদীর সিলেট পয়েন্টে পানি রোববার সন্ধ্যায় বিপৎসীমার ৮৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও আজ সোমবার দুপুরে ৫৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আর লুবা নদীর লুবাছড়া, সারি নদীর সারিঘাট, ডাউকি নদীর জাফলং, সারিগোয়াইনের গোয়াইনঘাট ও ধলাইর ইসলামপুর পয়েন্টে পানি রোববার সন্ধ্যায় যেখানে যথাক্রমে ১২.৮৭, ১০.৫২, ১০.১৯, ৯.৬০ ও ৯.৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়, সেখানে সোমবার দুপুরে ১৪.৪৩, ১২.৩৫, ১১.৬৯, ১০.৩৬ ও ১০.২৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বাকি নদীগুলোর পানিও বৃদ্ধি পাচ্ছে।

sunamgonj-2সুনামগঞ্জে টানা বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জির বৃষ্টির কারণে আবারও বাড়ছে সুরমা, কুশিয়ারা, যাদুকাটাসহ সব নদ-নদীর পানি। আজ সোমবার দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা শহরে সুরমা নদীর পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সেই সঙ্গে ঢলের পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের বেশ কিছু গ্রামীণ সড়ক।

সড়কে পানি ওঠায় জেলা সদরের সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে তাহিরপুর উপজেলার। তলিয়ে গেছে পৌর শহরের উত্তর আরপিননগর, সাহেববাড়ী ঘাট, তেঘরিয়া, বড়পাড়া নদীর পাড়সহ বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাট।

ভারতের চেরাপুঞ্জি ও সিলেটে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর মধ্যে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়াতে তৃতীয় ধাপে বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা দেখা দিয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত) ৩১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর এর আগের দুদিন ১৮৬ ও ১৪১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর কারণে এই পানি বাংলাদেশে বিভিন্ন নদনদীর মাধ্যমে প্রবেশ করে সিলেটে পানি বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া আগামী তিন দিনে ৯৬৯ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Rangpur-2আবহাওয়া অধিদপ্তর সিলেটের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত) ৩৯ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আর সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

দেশে চলমান বৃষ্টিপাত আগামী সপ্তাহজুড়ে চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে উজানের পাহাড়ি ঢলে উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে উঠেছে। এর ফলে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র।

আবহাওয়া অধিপ্তরের পূর্বাভাস ও পানি উন্নয়ন বোর্ডের ১০ দিনের বন্যার মধ্যমেয়াদি পূর্বাভাস বিষয়ে প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের ভারী বর্ষণের সতর্কবাণীতে বলা হয়, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ৩০ জুন বিকেল ৪টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী (২৪ ঘণ্টায় 88-৮৮ মিমি) থেকে অতি ভারী (২৪ ঘণ্টায় >>৮৯মিমি) বর্ষণ হতে পারে।

Rangpur-1ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা আছে।

উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জে সুরমা, কুশিয়ারা, পুরাতন সুরমা, সারিগোয়াইন নদীর পানি দ্রুত বাড়ছে। এর সঙ্গে উত্তরের নদ-নদীর পানিও বাড়ছে। এর ফলে জুলাইয়ের শুরুর দিকে এসব এলাকার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা রয়েছে।

ভারতের উত্তর প্রদেশে ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা ঢলে রংপুরের কাউনিয়ায় তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কাউনিয়া পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করে তিস্তা নদীর পানি প্রবাহিত হচ্ছে। এ ছাড়া তিস্তা নদীতে পানি বাড়া-কমায় ভাঙনের মুখে পড়েছে উপজেলার নদী-তীরবর্তী বিভিন্ন এলাকা।

পাউবোর বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সোমবার বেলা ৩টা থেকে তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কাউনিয়া পয়েন্টে বিপৎসীমা ২৮ দশমিক ৭৫ সেন্টিমিটার ধরা হয়।

sylhet-floodঅন্যদিকে ডালিয়া ব্যারাজের পয়েন্টে সোমবার বেলা ৩টায় পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫১ দশমিক ৭২ সেন্টিমিটার, যা বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার ধরা হয়।

পানি বাড়ার সঙ্গে সঙ্গে কাউনিয়া উপজেলার নদী-তীরবর্তী নিম্নাঞ্চলে ডুবে গেছে বাদামসহ বিভিন্ন ফসলি জমি। তিস্তা নদীতে পানি বাড়া-কমায় ভাঙনের মুখে পড়েছে বিভিন্ন এলাকা।

পাউবো জোরালো প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় ভাঙনকবলিত পরিবারের অনেকে নিরুপায় হয়ে বসতঘর সরিয়ে নিচ্ছে। ভাঙন রোধে জোরালো ব্যবস্থা নেওয়া না হলে তারা ভূমিহীন হয়ে পড়বে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো।

sylhetরংপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, উজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে ডালিয়া ব্যারাজের পয়েন্টে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডালিয়া ব্যারাজের সব গেট খুলে রাখা হয়েছে। গত কয়েক দিনের তুলনায় সোমবার সকাল থেকে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। এ ছাড়া কাউনিয়ায় তিস্তার ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ু বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে সপ্তাহজুড়ে দেশের সব বিভাগের কিছু-কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর কিছু কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বান্দরবানে সর্বোচ্চ ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সিলেট, সুনামগঞ্জ, রংপুর ও কাউনিয়া (রংপুর) প্রতিনিধি}

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত