Ajker Patrika

অ্যামাজন রক্ষার প্রতিশ্রুতির এক দিন পরই পরিবেশ মন্ত্রণালয়ের বাজেট কমালো ব্রাজিল

অনলাইন ডেস্ক
আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ১২: ৫৯
Thumbnail image

বনের বৃক্ষনিধন প্রতিরোধে ব্যয় বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়ার একদিন পরই পরিবেশ মন্ত্রণালয়ের বাজেট কমালেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জলবায়ু সম্মেলনে বলসোনারো পরিবেশ রক্ষার জন্য অর্থ বরাদ্দ দ্বিগুণ করা এবং ২০৩০ সালের মধ্যে অবৈধ বন উজাড় বন্ধের প্রতিশ্রুতি দেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার তার স্বাক্ষরিত বাজেটে জলবায়ু সম্মেলনের প্রতিশ্রুতি বা কংগ্রেসের পক্ষ থেকে পরিবেশে রক্ষায় কোনো প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়নি। উল্টো তিনি পরিবেশ মন্ত্রণালয়ে বাজেট কমানোর প্রস্তাবে সায় দিয়েছেন।

সমালোচকরা বলছেন, বৃহস্পতিবার প্রেসিডেন্টের দেয়া প্রতিশ্রুতিগুলো মূলত একটি সম্ভাব্য বিতর্কিত চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট। জানা যাচ্ছে, ব্রাজিল বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট অ্যামাজন এবং অন্যান্য অঞ্চলের বন রক্ষার বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

২০২১ সালের ফেডারেল বাজেটে পরিবেশ মন্ত্রণালয় এবং এটির আয়ত্তাধীন সংস্থাগুলোর জন্য ২ দশমিক ১ বিলিয়ন রেইস (৩৮০ মিলিয়ন ডলার) বরাদ্দ দেওয়া হয়েছে। যেখানে ২০২০ সালে এই মন্ত্রণালয়ের বাজেট ছিল প্রায় ৩ বিলিয়ন রেইস।

এ ব্যাপারে পরিবেশমন্ত্রী রিকার্দো সেলোস বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে আয়োজিত ভার্চুয়াল জলবায়ু সম্মেলনে প্রেসিডেন্ট বলসোনারো যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

ব্রাজিলে মূলত কৃষিপণ্য ব্যবসায়ীরা অত্যন্ত প্রভাবশালী। আর তারাই প্রেসিডেন্ট বলসোনারোর বড় সমর্থক। এই ব্যবসায়ীরা পরিবেশ নীতির কড়া সমালোচক। ডানপন্থী নেতারা অ্যামাজননে কৃষি এবং খনি সম্প্রসারণে ব্যাপক প্রণোদনা দেওয়ার পক্ষে। তাদের চাপেই পরিবেশ রক্ষার আইনগুলো স্থগিত হয়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত