Ajker Patrika

চীনের বাতাসে কমছে অ্যারোসল দূষণ, বাড়ছে বৈশ্বিক উষ্ণায়ন: গবেষণা

অনলাইন ডেস্ক
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ২০: ২৮
বায়ুদূষণ রোধে বিভিন্ন পদ্ধতি নিয়েছে চীন। ছবি: সংগৃহীত
বায়ুদূষণ রোধে বিভিন্ন পদ্ধতি নিয়েছে চীন। ছবি: সংগৃহীত

২০১০ সালের পর থেকে বৈশ্বিক উষ্ণায়নের গতি নাটকীয়ভাবে বেড়েছে। পরপর রেকর্ড গরম বছরগুলোর কারণ আজও বিজ্ঞানীদের জন্য একটি বড় প্রশ্ন। তবে সম্প্রতি বিজ্ঞান সাময়িকী নেচারের এক প্রতিবেদনে উঠে এসেছে, চীন ও পূর্ব এশিয়ায় বায়ুদূষণ কমাই এই দ্রুত উষ্ণায়নের অন্যতম কারণ।

গবেষণায় দেখা গেছে, চীনে দূষণ কমানোর পদক্ষেপ, বিশেষ করে অ্যারোসল কণা হ্রাসের কারণে, পৃথিবীর তাপমাত্রা আগের চেয়ে দ্রুত বাড়ছে। এর কারণ হলো, অ্যারোসল কণা সূর্যের আলোকে প্রতিফলিত করে পৃথিবীকে শীতল রাখতে সাহায্য করে। যখন এই কণাগুলো কমে যায়, তখন সূর্যের আলো আরও বেশি পরিমাণে পৃথিবীতে প্রবেশ করে এবং উষ্ণতা বাড়ায়।

গবেষণায় আরও বলা হয়েছে, চীনে বায়ুদূষণ কমার কারণে কার্বন ডাই-অক্সাইড ও অন্যান্য গ্রিনহাউস গ্যাসের প্রভাব আরও বেশি অনুভূত হচ্ছে। গ্রিনহাউস গ্যাসগুলো পৃথিবীর তাপমাত্রা বাড়াতে প্রধান ভূমিকা রাখে। কয়েকজন বিজ্ঞানী বলছেন, অ্যারোসল কণাগুলো গ্রিনহাউস গ্যাসের উষ্ণতা বাড়ানোর প্রভাবকে কিছু পরিমাণে প্রশমিত করত, কিন্তু দূষণ কমার কারণে সেই প্রভাব আর নেই।

বিশেষ করে, চীনে কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র ও শিল্প-কারখানার কারণে সৃষ্ট দূষণ কমানোর ফলে এই পরিবর্তন দেখা যাচ্ছে। ইউএনইপির একটি প্রতিবেদন অনুযায়ী, চীন সরকার বায়ুদূষণ কমাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে কয়লার ব্যবহার সীমিত করা, পরিষ্কার জ্বালানির ব্যবহার বাড়ানো ও শিল্প-কারখানার দূষণ কমানো।

নতুন গবেষণা বলছে, পূর্ব এশিয়ার অ্যারোসলের পাশাপাশি সালফার ডাই-অক্সাইড নির্গমনও ২০১৩ সালের পর থেকে ৭৫ শতাংশ কমে গেছে। সেই সময় থেকে বৈশ্বিক উষ্ণায়নের গতি বাড়তে শুরু করে। গবেষণায় অংশ নেওয়া বিশ্বের আটটি ক্লাইমেট মডেলিং দলের ১৬০টি কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে এই সম্পর্ক বিশ্লেষণ করা হয়।

গবেষকদের ভাষ্য, এত দিন দূষিত বাতাস সূর্যালোকের একটি বড় অংশ আটকে রাখত, ফলে ভূপৃষ্ঠ তুলনামূলকভাবে ঠান্ডা থাকত। কিন্তু এখন বাতাস পরিষ্কার হওয়ায় সেই ‘সানশেড’ বা কৃত্রিম ছায়া দূর হয়েছে। গ্রিনহাউস গ্যাসের নির্গমন আগের মতোই অব্যাহত থাকায় তাপমাত্রা হঠাৎ দ্রুত বাড়তে শুরু করেছে।

পূর্ববর্তী গবেষণায় উষ্ণায়নের অন্যতম কারণ হিসেবে বিশ্বজুড়ে জাহাজ চলাচলের সালফার নির্গমন কমে যাওয়ার বিষয়টি আলোচনায় আসে। তবে এটি ২০২০ সালের পর থেকে শুরু হয় এবং এককভাবে বর্তমান তাপমাত্রা বাড়ার পুরো ব্যাখ্যা দিতে পারে না। নাসার বিজ্ঞানীরা মেঘের পরিমাণে পরিবর্তনকেও কারণ হিসেবে দেখেছিলেন। তবে পূর্ব এশিয়ায় বিশেষ করে, চীনে বায়ুদূষণ রোধে নেওয়া কিছু পদক্ষেপকে এই দ্রুত উষ্ণায়নের একটি বড় কারণ বলে মনে করছেন গবেষকেরা।

পরিসংখ্যান অনুযায়ী, ২০১০ সালের পর থেকে বিশ্বব্যাপী তাপমাত্রা বাড়ার হার হওয়ার লক্ষ্য ছিল শূন্য দশমিক ২৩ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বাস্তবে তা হয়েছে শূন্য দশমিক ৩৩ ডিগ্রি। এই অতিরিক্ত শূন্য দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসের বেশির ভাগ অংশ ব্যাখ্যা করা যায় চীন ও পূর্ব এশিয়ার দূষণ কমে যাওয়া দিয়ে।

গবেষণায় দেখা গেছে, এই দূষণ হ্রাস বিশ্বজুড়ে সূর্যালোক প্রতিফলনের পরিমাণ কমিয়ে দিয়েছে। বিশেষ করে, উত্তর প্রশান্ত মহাসাগরের পূর্বাংশে মেঘের প্রতিফলন ক্ষমতা কমে যাওয়ায় এলাকাটি আরও দ্রুত উষ্ণ হচ্ছে। স্যাটেলাইট চিত্রেও এই তাপমাত্রা বাড়ার চিত্র মডেলিং ফলাফলের সঙ্গে মিলে যাচ্ছে।

গবেষকেরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের মূল কারণ গ্রিনহাউস গ্যাস। তাই শুধু বায়ুদূষণ হ্রাস এই উষ্ণায়ন ঘটায়নি, বরং এত দিন দূষণের কারণে যে কৃত্রিম শীতলতা ছিল, তা সরে যাওয়াতেই বাস্তব অবস্থা আরও প্রকট হয়ে উঠেছে।

বায়ুদূষণ বিশ্বব্যাপী প্রতিবছর লক্ষাধিক মানুষের অকালমৃত্যু ঘটায়। তাই স্বাস্থ্য রক্ষার স্বার্থে দূষণ নিয়ন্ত্রণ অতি জরুরি। তবে এটি একটি পার্শ্বপ্রতিক্রিয়া এনেছে; যে কারণে বিশ্ব এখন অতিরিক্ত উষ্ণতার মুখোমুখি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত