Ajker Patrika

গুলশান লেক ভরাট কার্যক্রম বন্ধ করল পরিবেশ অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গুলশান লেক ভরাট কার্যক্রম বন্ধ করল পরিবেশ অধিদপ্তর

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে গুলশান লেক ভরাট কার্যক্রম বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর। গুলশান লেক ভরাটের অভিযোগের প্রেক্ষিতে ভরাট কার্যক্রম বন্ধে পরিবেশ অধিদপ্তরকে অভিযান পরিচালনার নির্দেশনা দিয়েছিলেন উপদেষ্টা। 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর সোমবার (২১ অক্টোবর) রাতে এ সংক্রান্ত বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের একটি টিম সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে টিমটি হোল্ডিং নং-৪ /এ, এ কে খন্দকার বীর উত্তম সড়ক, ওয়ার্ড-১৯, থানাঃ গুলশান, মৌজাঃ গুলশান আ/এ, ঢাকা ঠিকানায় সরেজমিনে তদন্ত চালায়। সেখানে লেকের কিছু অংশ ভরাটের চিত্র পাওয়া যায়। 

ভরাটের উদ্যোগের প্রমাণ পাওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গুলশান লেকের বর্ণিত অংশে জলাশয় ভরাটের সকল কার্যক্রম বন্ধ রাখার নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আইন অমান্য হলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। গুলশান লেক একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। এই লেক ভরাটে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী কঠোর বিধি-নিষেধ রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

পরিবেশ অধিদপ্তর পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন মহাপরিচালক ড. আবদুল হামিদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত