Ajker Patrika

জলবায়ু বাস্তুচ্যুতরা বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকির কারণ হতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
জলবায়ু বাস্তুচ্যুতরা বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকির কারণ হতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষগুলো বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকির কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এই অধিবাসীদের দায়িত্ব বৈশ্বিক সম্প্রদায়কে নিতে হবে।

সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) ‘এনভায়রনমেন্ট অব পিচ: সিকিউরটি এ জাস্ট অ্যান্ড পিচফুল ট্রানজিশন ইন অ্যা নিউ এরা অব রিস্ক’ শীর্ষক গোল টেবিলের আয়োজন করে। সেই অনুষ্ঠানে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সুইডেনে ‘স্টকহোম প্লাস ফিফটি’ শীর্ষক আন্তর্জাতিক বৈঠকে অংশ নিতে বর্তমানে সেখানে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। গোলটেবিলে এ কে আবদুল মোমেন বলেন, এসব লাখ লাখ জলবায়ু অধিবাসীদের জন্য যথেষ্ট করছে না আন্তর্জাতিক সম্প্রদায়। তাঁরা প্রায়ই বিভিন্ন ধরনের নিরাপত্তা ঝুঁকি ও নিপীড়নের শিকার হচ্ছেন। এ সময়ে চ্যালেঞ্জ মোকাবিলায় জলবায়ু নিরাপত্তা নেক্সাস এবং প্রয়োগ ব্যবস্থাপনায় বৈশ্বিক সচেতনতা বৃদ্ধিতে জোর দেন তিনি। 

সুইডেন সফরে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী মাতিলদা আর্নক্রান্সের সঙ্গে বৈঠক করেন এ কে আবদুল মোমেন। সেখানে জলবায়ু সহযোগিতা, শিক্ষা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে চাপ দেওয়ার জন্য সুইডেন সরকারের প্রতি আহ্বান জানান।

জাতিসংঘের পরিবেশ সংস্থা ইউএনইপির নির্বাহী পরিচালক ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ইঙ্গার এন্ডারসনের সঙ্গেও বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশকে জলবায়ু প্রযুক্তি তহবিল থেকে সহযোগিতার জন্য প্রস্তাব করেন। এ ছাড়া জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের সফলতার বিষয়টি বৈঠকে তুলে ধরেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল। 

তিন দিনের সফরে বর্তমানে সুইডেনে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। সেখানে ‘স্টকহোম প্লাস ফিফটি’ শীর্ষক আন্তর্জাতিক বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি জাতিসংঘের মানব পরিবেশ বৈঠকের ৫০ বছর পূর্তিতে যোগ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত