কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে সামনের বাঁ পাবিহীন একটি জীবিত মা কচ্ছপ। ডিম দিতে অথবা এক পায়ের অভাবে ঢেউয়ের তোড়ে ভেসে এসেছে বলে ধারণা রক্ষা কমিটির। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সৈকতের ঝাউবাগান পয়েন্ট এলাকায় কচ্ছপটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেন।
ডলফিন রক্ষা কমিটির সদস্যরা বলছেন, কচ্ছপটির ওজন ২৫ থেকে ৩০ কেজি হতে পারে। এটির শরীরের উপরিভাগে আঘাতের চিহ্ন রয়েছে। এক পা না থাকায় ঢেউয়ের তোড়ে কচ্ছপটি ভেসে আসতে পারে। তবে এ মৌসুমে ডিম দিতেও কচ্ছপ তীরে চলে আসে।
ডলফিন রক্ষা কমিটির দলনেতা রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘খবর পাওয়ামাত্র আমরা ঝাউবাগান এলাকায় গিয়ে কচ্ছপটি উদ্ধার করি। এটির নিচের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, জেলেদের পাতা জালে এটি আঘাতপ্রাপ্ত হয়েছে। এ ছাড়া এটির সামনের বাঁ পা অনেক আগেই হারিয়েছে। আমরা বন বিভাগ ও ওয়ার্ল্ডফিশ ইকোফিশের গবেষকদের খবর দিয়েছি।’
ওয়ার্ল্ডফিশ ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘এটি মূলত জলপাইরঙা সাগর কাছিম প্রজাতির কচ্ছপ। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ‘লিপিডোসিলাস ওলিভেসিয়া’। এসব কচ্ছপ মূলত গভীর সাগরে বিচরণ করে। এ মৌসুমের অমাবস্যা এবং পূর্ণিমায় ডিম পাড়তে ওপরের দিকে চলে আসে। তবে এ কচ্ছপটি জেলেদের জালে আঘাতপ্রাপ্ত হয়ে ঢেউয়ের তোড়ে তীরে ভেসে এসেছে। এ ছাড়া এর আগে থেকেই একটি পা হারিয়েছে। এটিকে আমরা চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। সুস্থ স্বাভাবিক করে তুলে এটিকে অবমুক্ত করা হবে।’
এ বিষয়ে মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘কচ্ছপটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে এটিকে অবমুক্ত করা হবে।’
কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে সামনের বাঁ পাবিহীন একটি জীবিত মা কচ্ছপ। ডিম দিতে অথবা এক পায়ের অভাবে ঢেউয়ের তোড়ে ভেসে এসেছে বলে ধারণা রক্ষা কমিটির। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সৈকতের ঝাউবাগান পয়েন্ট এলাকায় কচ্ছপটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেন।
ডলফিন রক্ষা কমিটির সদস্যরা বলছেন, কচ্ছপটির ওজন ২৫ থেকে ৩০ কেজি হতে পারে। এটির শরীরের উপরিভাগে আঘাতের চিহ্ন রয়েছে। এক পা না থাকায় ঢেউয়ের তোড়ে কচ্ছপটি ভেসে আসতে পারে। তবে এ মৌসুমে ডিম দিতেও কচ্ছপ তীরে চলে আসে।
ডলফিন রক্ষা কমিটির দলনেতা রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘খবর পাওয়ামাত্র আমরা ঝাউবাগান এলাকায় গিয়ে কচ্ছপটি উদ্ধার করি। এটির নিচের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, জেলেদের পাতা জালে এটি আঘাতপ্রাপ্ত হয়েছে। এ ছাড়া এটির সামনের বাঁ পা অনেক আগেই হারিয়েছে। আমরা বন বিভাগ ও ওয়ার্ল্ডফিশ ইকোফিশের গবেষকদের খবর দিয়েছি।’
ওয়ার্ল্ডফিশ ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘এটি মূলত জলপাইরঙা সাগর কাছিম প্রজাতির কচ্ছপ। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ‘লিপিডোসিলাস ওলিভেসিয়া’। এসব কচ্ছপ মূলত গভীর সাগরে বিচরণ করে। এ মৌসুমের অমাবস্যা এবং পূর্ণিমায় ডিম পাড়তে ওপরের দিকে চলে আসে। তবে এ কচ্ছপটি জেলেদের জালে আঘাতপ্রাপ্ত হয়ে ঢেউয়ের তোড়ে তীরে ভেসে এসেছে। এ ছাড়া এর আগে থেকেই একটি পা হারিয়েছে। এটিকে আমরা চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। সুস্থ স্বাভাবিক করে তুলে এটিকে অবমুক্ত করা হবে।’
এ বিষয়ে মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘কচ্ছপটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে এটিকে অবমুক্ত করা হবে।’
আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকর আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগেবায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৯টার রেকর্ড অনুযায়ী আজ রোববারও ঢাকার বায়ুমান ৫০, যা বিশুদ্ধ বাতাসের নির্দেশক। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের অনেক শহরের চেয়েও আজ ঢাকার বাতাস বিশুদ্ধ। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৭৬। গতকাল শনিবার ৫০ বায়ুমান নিয়ে ৮৪ তম স্থানে ছিল ঢাকা।
৪ ঘণ্টা আগেগত দুইশ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ ৬০ শতাংশেরও বেশি কমে গেছে। একই সময়ে বইপত্র থেকে নদী, শ্যাওলা, ফুলের মতো প্রকৃতিসংক্রান্ত শব্দও প্রায় একই হারে হারিয়ে গেছে। যুক্তরাজ্যের ডার্বি বিশ্ববিদ্যালয়ের নেচার কানেকটেডনেসের অধ্যাপক মাইলস রিচার্ডসনের এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
১৭ ঘণ্টা আগেগতকালের চেয়ে ঢাকার বায়ুমানে আজ ব্যাপক উন্নতি হয়েছে। আজ শনিবার বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৯টার রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ৫০, যা বিশুদ্ধ বাতাসের নির্দেশক। সাধারণত বর্ষাকালে ঢাকার বায়ুমান তুলনামূলক ভালো থাকে। আজ সকালেও ঢাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যা এই বিশুদ্ধ বায়ুর...
১ দিন আগে