Ajker Patrika

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বন্ধ হলে ঘুঘুর বাসা

ইসলামী বিশ্ববিদ্যালয়, প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২১: ২২
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বন্ধ হলে ঘুঘুর বাসা

দীর্ঘ ১৮ মাস পর গত শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। রুমগুলোতে আলো জ্বলেনি দীর্ঘ এই দেড় বছর। কারও পদচিহ্নও পড়েনি এই সময়টায়। আর এ সুযোগে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের ৪৩২ নম্বর কক্ষে বাসা বাঁধে এক জোড়া ঘুঘু। ঘরের মধ্যে ডিমও দিয়েছে তারা। 

পাখি বিশেষজ্ঞদের মতে, বাসা বাঁধার মৌসুম ছাড়া সাধারণত দলে থাকতে পছন্দ করে ঘুঘু। ঝোপঝাড়, গাছের উঁচু-নিচু ডাল, পছন্দমতো জায়গা পেলেই ঘুঘু বাসা বাঁধে। তবে করোনাকালে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে হলের কক্ষকেই বেছে নিয়েছে ওই এক জোড়া ঘুঘু। গত ৩০ বছরে ঘুঘুর সংখ্যা কমেছে। কোথাও কোথাও এদের সংখ্যা কমে চার ভাগের এক ভাগে নেমে এসেছে। 

এ বিষয়ে লালন শাহ হলের ৪৩২ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থীরা বলেন, দেড় বছর পর হলের রুমে ঢুকেই ওই ঘুঘু জোড়ার উপস্থিতি লক্ষ্য করি। আমাদের দেখে উড়তে শুরু করে তারা। পাখিগুলো রান্নার হাঁড়িতে বাসা বেঁধেছে। সেখানে তারা ডিম পেড়েছে এবং বাচ্চা ফুটানোর জন্য তা দিচ্ছে। 
 
বন্ধের ১৮ মাসে আবাসিক হলের মধ্যে বাসা বেঁধেছে এক জোড়া ঘুঘুওই রুমের আরেক শিক্ষার্থী মো. তৌফিক হোসেন বলেন, এ অনুভূতি সত্যিই অসাধারণ। পাখি পোষা অনেকের কাছে শখের। কিন্তু আমার কাছে মনে হয় পাখি ধরে খাঁচায় বন্ধ করে রাখা মানে তার স্বাধীনতা হরণ করা। সকল প্রাণিই স্বাধীনভাবে বেঁচে থাকবে এটাই প্রত্যাশা। এরই মধ্যে আমার এক বন্ধুর সহযোগিতায় হল রুমের জানালার ওপরে খড়কুটোসহ পাখিটিকে বসিয়ে দিয়েছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের আগে এসআই-এএসআইদের ব্যক্তিগত তথ্য তালাশে পুলিশ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

ইরানি নকশার ড্রোন হয়ে গেছে রাশিয়ার, ক্ষোভ বাড়ছে তেহরানে

ফ্লাইট এক্সপার্ট: গ্রামবাসীর কাছ থেকে কোটি টাকা হাতিয়েছেন এমডি

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত