Ajker Patrika

বনশিল্প উন্নয়ন করপোরেশন পরিদর্শনে উপদেষ্টা রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।  ছবি: বাসস
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: বাসস

সম্ভাব্যতা যাচাইয়ের জন্য মাঠ পর্যায়ে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন কালুরঘাট কমপ্লেক্স ও ইকোভ্যালি সরেজমিনে পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

গত শুক্রবার একটি প্রতিনিধি দলের সঙ্গে তিনি বিএফআইডিসি পরিদর্শনে যান।

পরিদর্শনকালে প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন—বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট এর প্রফেসর ড. মো. আকতার হোসেন, মাহফুজ এ রাসেল, ফাউন্ডার এবং পরিচালক, পিটাছড়া, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, ড. মো. মাহবুবুর রহমান, মুখ্য গবেষণা কর্মকর্তা (বনজ সম্পদ উইং), বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম, মোহাম্মদ আনিসুর রহমান, বিভাগীয় কর্মকর্তা, কাষ্ঠ সংরক্ষণ বিভাগ, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, মোছাম্মৎ নাছিমা আখতার, মহাব্যবস্থাপক (রাবার), সদর দপ্তর, ঢাকা, এ. এ. এম শাহজাহান সরকার, মহাব্যবস্থাপক, রাবার বিভাগ, জোন দপ্তর, চট্টগ্রাম, চট্টগ্রামের শিল্প ইউনিট সমূহের প্রধানগণ এবং বিএফআইডিসির অন্যান্য কর্মকর্তাগণ।

পরিদর্শন শেষে বেলা ২টার দিকে রাবার বিভাগ চট্টগ্রাম জোনের চেয়ারম্যানের (অতিরিক্ত সচিব) সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষজ্ঞগণ বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় করেন। এর প্রেক্ষিতে অবিলম্বে বাঁশ দিয়ে সীমিত আকারে আসবাবপত্র তৈরির লক্ষ্যে বিএফআরআই, বিএফআইডিসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে একটি সমঝোতা স্মারকের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া দীর্ঘ মেয়াদে বাঁশ থেকে আসবাবপত্র তৈরির লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। একই সঙ্গে পরিবেশবান্ধব গৃহস্থালি তৈজসপত্র তৈরির লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই করার জন্যও একটি কমিটি গঠন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত