নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে তাপপ্রবাহ অন্তত আরও দুই দিন থাকবে। নিম্নচাপ কেটে গেলে তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে অবস্থানরত নিম্নচাপটি আগামীকাল সোমবার গভীর নিম্নচাপে রূপ নেওয়ার পর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এটি বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদেরা।
শীত মৌসুম বিদায়ের সঙ্গে সঙ্গে তীব্রতা নিয়ে হাজির হয়েছে গরম। চৈত্রের শুরুতেই মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইতে শুরু করে দেশের বড় অঞ্চলজুড়ে।
তাপপ্রবাহের বিষয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, সাগরের যে নিম্নচাপটি রয়েছে, সেটি একটি ছোট সাইক্লোনে রূপ নেবে। যদিও সাইক্লোনটি মিয়ানমারের দিকে যাবে। এর ফলে কক্সবাজারে বৃষ্টি হতে পারে। এরপর থেকেই কমতে শুরু করবে তাপমাত্রা।
আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, আজ রোববার সারা দিন রাঙামাটি, চাঁদপুর, ফেনী, সিলেট, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী ও পটুয়াখালী জেলাসহ রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছিল। তবে আগামীকাল বা পরশু থেকে তাপমাত্রা কমতে শুরু করবে।
এ জন্যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে তাপপ্রবাহ অন্তত আরও দুই দিন থাকবে। নিম্নচাপ কেটে গেলে তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে অবস্থানরত নিম্নচাপটি আগামীকাল সোমবার গভীর নিম্নচাপে রূপ নেওয়ার পর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এটি বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদেরা।
শীত মৌসুম বিদায়ের সঙ্গে সঙ্গে তীব্রতা নিয়ে হাজির হয়েছে গরম। চৈত্রের শুরুতেই মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইতে শুরু করে দেশের বড় অঞ্চলজুড়ে।
তাপপ্রবাহের বিষয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, সাগরের যে নিম্নচাপটি রয়েছে, সেটি একটি ছোট সাইক্লোনে রূপ নেবে। যদিও সাইক্লোনটি মিয়ানমারের দিকে যাবে। এর ফলে কক্সবাজারে বৃষ্টি হতে পারে। এরপর থেকেই কমতে শুরু করবে তাপমাত্রা।
আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, আজ রোববার সারা দিন রাঙামাটি, চাঁদপুর, ফেনী, সিলেট, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী ও পটুয়াখালী জেলাসহ রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছিল। তবে আগামীকাল বা পরশু থেকে তাপমাত্রা কমতে শুরু করবে।
এ জন্যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা ও আশপাশের এলাকায় আজ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগেআজ বেশ উন্নতি হয়েছে ঢাকার বায়ুমানে। বর্ষাকালে ঢাকার বাতাসে দূষণ সাধারণত কমই থাকে। তার ওপর গতকাল রাতে হওয়া তুমুল বৃষ্টিতে আজ ঢাকার বাতাস বেশ সতেজ। বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৮ টা ২০ মিনিটের রেকর্ড অনুযায়ী আজ বৃহস্পতিবার ঢাকার বায়ুমান ৫৫, যা সহনীয় বাতাসের নির্দেশক ।
১ দিন আগেপূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকারই সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। সেই সঙ্গে সামান্য বাড়তে পারে দিনের তাপমাত্রা।
২ দিন আগেগতকালের মতো আজও সহনীয় পর্যায়ে রয়েছে ঢাকার বাতাস। আষাঢ়-শ্রাবণ মাসে ঢাকার বাতাসে দূষণ কমই থাকে। মাঝে মাঝে দু-একদিন বাতাসে ক্ষতিকর কণার পরিমাণ বেড়ে গেলেও বর্ষার শুরু থেকে সহনীয় পর্যায়েই থাকছে ঢাকার বাতাস। বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৮ টা ১৫ মিনিটের রেকর্ড অনুযায়ী আজ বুধবার
২ দিন আগে