নাম ওরকা বা কিলার হোয়েল হলেও এরা আসলে সবচেয়ে বড় জাতের ডলফিন। এই ডলফিনেরাই কিনা আক্রমণ করে ডুবিয়ে দিয়েছে একটি ছোট ইয়ট বা প্রমোদতরি। ঘটনাটি ঘটে জিব্রাল্টার প্রণালির মরক্কোর জলভাগে।
স্পেনের মেরিটাইম রেসকিউ সার্ভিস সোমবার এই আক্রমণ ও ইয়ট ডুবির বিষয়টি নিশ্চিত করে। গত চার বছর ধরে এ ধরনের ঘটনা লক্ষ করা যাচ্ছে বলেও জানিয়েছে তারা।
অ্যালবোরান কগনাক নামের জাহাজটি দৈর্ঘ্য ৪৯ ফুট (১৫ মিটার)। এটি দুজন মানুষ বহন করছিল। গত রোববার সকাল ৯টার দিকে জাহাজটি দলবদ্ধভাবে থাকা ওরকাদের আক্রমণের শিকার হয় বলে মেরিটাইম রেসকিউ সার্ভিসের সূত্রে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।
ইয়টের যাত্রীরা জানান, হঠাৎ জাহাজে প্রবল একটা ধাক্কা অনুভব করেন তাঁরা। তারপর ভেতরে পানি ঢুকতে শুরু করে। উদ্ধারকারীদের সতর্কসংকেত দেওয়ার পর কাছের একটি তেলবাহী জাহাজ তাঁদের তুলে নেয় এবং জিব্রাল্টারে পৌঁছে দেয়।
ইয়টটি ওই অবস্থায় তখনো ভাসছিল। তারপর ডুবে যায়। আক্রমণকারী দলটিতে কতটি ওরকা ছিল তা অবশ্য জানা যায়নি।
জিব্রাল্টার প্রণালি এবং এর আশপাশে এভাবে জাহাজে আক্রমণ করে এর গায়ে ফুটো সৃষ্টির এটি সর্বশেষ উদাহরণ। জিব্রাল্টার প্রণালি ইউরোপকে আফ্রিকা থেকে পৃথক করেছে। আবার আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগরকে যুক্ত করেছে এই প্রণালিই।
গবেষণা প্রতিষ্ঠান জিটিওএ আইবেরিয়ান ওরকা নামের উপপ্রজাতিটির সংখ্যা নিয়ে কাজ করে। তারা জানিয়েছে, ২০২০ সালের মে মাসে এই অঞ্চলে জাহাজে ওরকার আক্রমণের প্রথম রিপোর্ট হওয়ার পর থেকে প্রায় ৭০০টি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ওরকাদের এমন আচরণের কারণ সম্পর্কে নিশ্চিত নন বিজ্ঞানীরা। তবে তাঁদের অনুমানগুলোর মধ্যে একটি, স্তন্যপায়ী প্রাণীর স্বাভাবিক কৌতূহল প্রকাশ করতে গিয়ে এটা করে তারা। আবার তাদের প্রিয় শিকার ব্লুফিন টুনার প্রতিযোগী হিসেবে বিবেচনা করে উদ্দেশ্যমূলকভাবেও এই হামলা চালাতে পারে।
কিলার হোয়েল নামে পরিচিত হলেও এরা ডলফিন পরিবারের অংশ। প্রাপ্তবয়স্ক ওরকা দৈর্ঘ্যে ২৬ ফুট এবং ওজনে ছয় টন পর্যন্ত হতে পারে। পুরোনো দিনের নাবিকেরা দলবদ্ধভাবে ওরকারা তিমি শিকারের ঘটনা বর্ণনা করেছেন। সেই সূত্রে তারা এ নাম দেন।
নাম ওরকা বা কিলার হোয়েল হলেও এরা আসলে সবচেয়ে বড় জাতের ডলফিন। এই ডলফিনেরাই কিনা আক্রমণ করে ডুবিয়ে দিয়েছে একটি ছোট ইয়ট বা প্রমোদতরি। ঘটনাটি ঘটে জিব্রাল্টার প্রণালির মরক্কোর জলভাগে।
স্পেনের মেরিটাইম রেসকিউ সার্ভিস সোমবার এই আক্রমণ ও ইয়ট ডুবির বিষয়টি নিশ্চিত করে। গত চার বছর ধরে এ ধরনের ঘটনা লক্ষ করা যাচ্ছে বলেও জানিয়েছে তারা।
অ্যালবোরান কগনাক নামের জাহাজটি দৈর্ঘ্য ৪৯ ফুট (১৫ মিটার)। এটি দুজন মানুষ বহন করছিল। গত রোববার সকাল ৯টার দিকে জাহাজটি দলবদ্ধভাবে থাকা ওরকাদের আক্রমণের শিকার হয় বলে মেরিটাইম রেসকিউ সার্ভিসের সূত্রে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।
ইয়টের যাত্রীরা জানান, হঠাৎ জাহাজে প্রবল একটা ধাক্কা অনুভব করেন তাঁরা। তারপর ভেতরে পানি ঢুকতে শুরু করে। উদ্ধারকারীদের সতর্কসংকেত দেওয়ার পর কাছের একটি তেলবাহী জাহাজ তাঁদের তুলে নেয় এবং জিব্রাল্টারে পৌঁছে দেয়।
ইয়টটি ওই অবস্থায় তখনো ভাসছিল। তারপর ডুবে যায়। আক্রমণকারী দলটিতে কতটি ওরকা ছিল তা অবশ্য জানা যায়নি।
জিব্রাল্টার প্রণালি এবং এর আশপাশে এভাবে জাহাজে আক্রমণ করে এর গায়ে ফুটো সৃষ্টির এটি সর্বশেষ উদাহরণ। জিব্রাল্টার প্রণালি ইউরোপকে আফ্রিকা থেকে পৃথক করেছে। আবার আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগরকে যুক্ত করেছে এই প্রণালিই।
গবেষণা প্রতিষ্ঠান জিটিওএ আইবেরিয়ান ওরকা নামের উপপ্রজাতিটির সংখ্যা নিয়ে কাজ করে। তারা জানিয়েছে, ২০২০ সালের মে মাসে এই অঞ্চলে জাহাজে ওরকার আক্রমণের প্রথম রিপোর্ট হওয়ার পর থেকে প্রায় ৭০০টি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ওরকাদের এমন আচরণের কারণ সম্পর্কে নিশ্চিত নন বিজ্ঞানীরা। তবে তাঁদের অনুমানগুলোর মধ্যে একটি, স্তন্যপায়ী প্রাণীর স্বাভাবিক কৌতূহল প্রকাশ করতে গিয়ে এটা করে তারা। আবার তাদের প্রিয় শিকার ব্লুফিন টুনার প্রতিযোগী হিসেবে বিবেচনা করে উদ্দেশ্যমূলকভাবেও এই হামলা চালাতে পারে।
কিলার হোয়েল নামে পরিচিত হলেও এরা ডলফিন পরিবারের অংশ। প্রাপ্তবয়স্ক ওরকা দৈর্ঘ্যে ২৬ ফুট এবং ওজনে ছয় টন পর্যন্ত হতে পারে। পুরোনো দিনের নাবিকেরা দলবদ্ধভাবে ওরকারা তিমি শিকারের ঘটনা বর্ণনা করেছেন। সেই সূত্রে তারা এ নাম দেন।
ঈদুল ফিতরের লম্বা ছুটিতে ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু ছুটি শেষে ব্যস্ত শহুরে জীবন শুরু হওয়ার পর থেকে বায়ুদূষণ ক্রমেই বাড়ছে। তারই ধারাবাহিকতায় বিগত কয়েক দিন ধরে ঢাকা আবারও বিশ্বজুড়ে বায়ুদূষণের ক্ষেত্রে শীর্ষ অবস্থানেই থাকছে। আজ শনিবারও ঢাকা আছে তালিকার শীর্ষে।
১ ঘণ্টা আগেসবচেয়ে বিস্তৃতভাবে পাওয়া গেছে ক্যাডমিয়াম ধাতু, যা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। দক্ষিণ ও পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার কিছু অংশে এই ধাতুর উপস্থিতি আশঙ্কাজনক ভাবে বেশি।
১৯ ঘণ্টা আগেসাধারণত বৃষ্টি হলে কমে আসে দূষণ। তবে, গতকাল বৃহস্পতিবার রাজধানীতে তুমুল বৃষ্টির পরও বায়ুমানে তেমন উন্নতি নেই। আজ শুক্রবার, বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআইয়ের সকাল ৯টা ৫০ এর রেকর্ড অনুযায়ী, বায়ুমান ১৬১ নিয়ে তৃতীয় অবস্থানে আছে ঢাকা। যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক...
১ দিন আগেসোনা জঙ্ঘা, রঙ্গিলা, চিত্রা বক কিংবা রঙ্গিলা সারস। নামেই দারুণ রঙিন একটা বিষয় আছে এর। আবার যদি জানেন যে এর নাম রাঙা মানিকজোড়, তাহলে আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুটির কথা মনে হতে পারে, অন্য বন্ধুরা যাকে আপনার মানিকজোড় বলত।
১ দিন আগে