Ajker Patrika

কলাপাড়ায় ধানখেত থেকে বিরল প্রজাতির শকুন উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৮: ২৩
কলাপাড়ায় ধানখেত থেকে বিরল প্রজাতির শকুন উদ্ধার

কলাপাড়ার ধুলাসারে এক কৃষকের ধানখেত থেকে বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নের বৌলতলী গ্রামের মুসা কাজেম নামের কৃষকের খেত থেকে এটি উদ্ধার করা হয়। তবে এটি ক্ষুধার্ত ও রোগাক্রান্ত ছিল বলে জানান স্থানীয় লোকজন। 

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকজন শিক্ষার্থী বৌলতলী গ্রামের সড়ক দিয়ে মাদ্রাসায় যাচ্ছিল। এ সময় ওই এলাকার একটি রেইনট্রি গাছে শকুনটি দেখতে পেয়ে তারা ধাওয়া দেয়। শকুনটি দৌড়ে মুসা কাজেম নামের কৃষকের খেতে আশ্রয় নিলে সেখান থেকে আটক করে। খবর পেয়ে ধুলাসার ইউনিয়নের বিট কর্মকর্তা উজ্জ্বল হোসেন ঘটনাস্থলে পৌঁছে শকুনটিকে উদ্ধার করেন। 

উদ্ধার হওয়া শকুনমহিপুর রেঞ্জের বন কর্মকর্তা আবুল কালাম জানান, শকুনটিকে রোগাক্রান্ত মনে হচ্ছে, তাই এটিকে প্রাণিসম্পদ অফিসের কাছে হস্তান্তর করা হবে। চিকিৎসা শেষে প্রাণীটিকে বনে অবমুক্ত করা হবে। 

কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ অফিসের উপসহকারী কর্মকর্তা শুভাশীষ বলেন, ‘শকুনটিকে প্রাণিসম্পদ অফিসে নিয়ে এলে আমরা চিকিৎসা প্রদান করে সুস্থ করার চেষ্টা করব।’ 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত