Ajker Patrika

টাইফুন ইয়াগির প্রভাব: দেশে কিছু এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টাইফুন ইয়াগির প্রভাব: দেশে কিছু এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা

দক্ষিণ চীন সাগরে সৃষ্ট টাইফুন ইয়াগি গত শনিবার ভিয়েতনামের উত্তর–পূর্ব উপকূলে আঘাত হেনেছে। এটি এখন দুর্বল হয়ে স্থলের দিকে উঠে আসছে। যা পরবর্তীতে আরও দুর্বল হয়ে মিয়ানমারের ওপর দিকে বাংলাদেশের পূর্বাঞ্চলে আসতে পারে। এতে আজ মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

এদিকে বঙ্গোপসাগরে অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেশের তিন সমুদ্র বন্দর ও কক্সবাজারে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার তেমন আশঙ্কা নেই। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, গত শনিবার ভিয়েতনামে আঘাত হেনেছে ‘ইয়াগি’। এই ঝড়ের পরবর্তী প্রভাব বাংলাদেশের কাছাকাছি আসতে পারে। এর প্রভাবে আজ থেকে সারা দেশে বৃষ্টি বাড়তে পারে। সারা দেশে বৃষ্টি বাড়ার আভাস থাকলেও এর সঙ্গে বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপের কোনো সম্পর্ক নেই। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ভারতের ওডিশা রাজ্যের পুরি হয়ে উপকূলে উঠেছে। এতে আপাতত খুব বেশি প্রভাব বাংলাদেশে নেই। তবে মঙ্গলবার থেকে দেশে বৃষ্টিপাত বাড়তে পারে ইয়াগির কারণে। তিন–চার দিন বৃষ্টির প্রভাব থাকবে। এটি স্থলভাগ হয়ে বাংলাদেশে ঢুকবে। 

আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম–মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর–উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় পুরীর নিকট দিয়ে ওডিশা উপকূল অতিক্রম করে বর্তমানে ওডিশা ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত রয়েছে। 

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ইয়াগির প্রভাবে বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ২০০ মিলিমিটার গড়ে বৃষ্টি হতে পারে। ঢাকা বিভাগে ১১ ও ১২ সেপ্টেম্বরের দিকে বৃষ্টি হবে। 

ভারতের ত্রিপুরা ও চট্টগ্রাম অঞ্চলে আবারও ভারী বর্ষণ হতে পারে বলে উল্লেখ করেন এ আবহাওয়াবিদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত