নাটোরের ছেলে আবু হেনা রনি। কৌতুক বলে মানুষের মুখে হাসি ফোটাতে ওস্তাদ। দেশজোড়া পরিচিতি এসেছিল ওপার বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘মীরাক্কেল’-এর সুবাদে। শুধু দেশেই নয়, মীরাক্কেলের মঞ্চে সেরা হয়ে ওঠার সুবাদে পশ্চিমবঙ্গেও দারুণ পরিচিত রনি।
সেই রনি যখন দুর্ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালের বিছানায়, তখন তাঁর জন্য উদ্বিগ্ন দুই বাংলার তারকারা। ঢাকায় বার্ন ইনস্টিটিউট হাসপাতালের বিছানায় কাতরানো রনির জন্য শুভকামনা জানাচ্ছেন দুই বাংলার অসংখ্য ভক্ত।
রনির খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রার্থনায় সরব মীরাক্কেল পরিবার। সঞ্চালক মীর আফসার আলি ফেসবুক পেজে রনির জন্য দোয়া চেয়ে লিখেছেন, ‘আবু হেনা রনি নিজেই আগুন। ওকে পোড়ায় কার সাধ্য? দোয়া করবেন সবাই।’ এই রিয়েলিটি শোর পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় বলেছেন, ‘কথা হয়েছে ওর ম্যানেজারের সঙ্গে। এখন আগের থেকে ভালো আছে জানিয়েছেন। দ্রুত আরোগ্য কামনা করি।’ রনি যখন মীরাক্কেলের প্রতিযোগী ছিলেন, তখন থেকেই অনুষ্ঠানের বিচারক শ্রীলেখা মিত্র দারুণ পছন্দ করেন তাঁকে। রনির সুস্থতা কামনা করে তিনি বললেন, ‘আবু হেনা রনি, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ বাবু।’
বাংলাদেশের অনেক তারকাই ফেসবুকে রনির সুস্থতার জন্য প্রার্থনা জানিয়েছেন। শাহনাজ খুশি লেখেন, ‘রনি শঙ্কামুক্ত নন, এই কথাটা কোনোভাবেই মানতে পারছি না। জুলাই মাসে ৯ দিন একসঙ্গে লস অ্যাঞ্জেলেসে একটা পরিবার হয়ে থেকেছি। বিদেশে বন্ধু চেনা যায়, সত্যিই তোকে নতুন করে চিনেছি। তাড়াতাড়ি ভালো হয়ে ওঠ ভাই। তোর অ্যাওয়ার্ডের সার্টিফিকেটটা আমার লাগেজে দিয়েছিলি, সেটা নিয়ে যাবি।’
পরিচালক চয়নিকা চৌধুরী লেখেন, ‘রনিকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। রনি বললেন, আপা, আপনি এত কষ্ট করে দেখতে এসেছেন, আমি খুশি হয়েছি। দোয়া করবেন। রনিকে দেখে খুব কান্না পেল। ওখানে দাঁড়িয়েই ওর জন্য প্রার্থনা করলাম।’
চঞ্চল চৌধুরী লেখেন, ‘ভাইরে, তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আয়। এখনো অনেক আনন্দ বাকি। তোর কথায় অনেক হাসতে চাই।’ এ ছাড়া নাভিদ মাহবুব, দিলারা হানিফ পূর্ণিমা, মামনুন ইমন, কর্ণিয়া, উর্মিলা শ্রাবন্তী করসহ অনেক তারকাই রনির দ্রুত সুস্থতা কামনা করেছেন।
১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালে বেলুন বিস্ফোরণে দগ্ধ হন আবু হেনা রনি। বর্তমানে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসক ডা. আইয়ুব হোসেন জানিয়েছেন, আবু হেনা রনির শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। তাঁর শ্বাসনালি ও একটি কান ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
২০১১ সালে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৬’-এ প্রথমবারের মতো বাংলাদেশি প্রতিযোগীরা অংশ নেন। সে আসরে একের পর এক পরিবেশনায় বাজিমাত করেন আবু হেনা রনি। এমনকি পশ্চিমবঙ্গের ভিকি-পার্থর সঙ্গে দ্বৈতভাবে চ্যাম্পিয়ন হন রনি।
নাটোরের ছেলে আবু হেনা রনি। কৌতুক বলে মানুষের মুখে হাসি ফোটাতে ওস্তাদ। দেশজোড়া পরিচিতি এসেছিল ওপার বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘মীরাক্কেল’-এর সুবাদে। শুধু দেশেই নয়, মীরাক্কেলের মঞ্চে সেরা হয়ে ওঠার সুবাদে পশ্চিমবঙ্গেও দারুণ পরিচিত রনি।
সেই রনি যখন দুর্ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালের বিছানায়, তখন তাঁর জন্য উদ্বিগ্ন দুই বাংলার তারকারা। ঢাকায় বার্ন ইনস্টিটিউট হাসপাতালের বিছানায় কাতরানো রনির জন্য শুভকামনা জানাচ্ছেন দুই বাংলার অসংখ্য ভক্ত।
রনির খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রার্থনায় সরব মীরাক্কেল পরিবার। সঞ্চালক মীর আফসার আলি ফেসবুক পেজে রনির জন্য দোয়া চেয়ে লিখেছেন, ‘আবু হেনা রনি নিজেই আগুন। ওকে পোড়ায় কার সাধ্য? দোয়া করবেন সবাই।’ এই রিয়েলিটি শোর পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় বলেছেন, ‘কথা হয়েছে ওর ম্যানেজারের সঙ্গে। এখন আগের থেকে ভালো আছে জানিয়েছেন। দ্রুত আরোগ্য কামনা করি।’ রনি যখন মীরাক্কেলের প্রতিযোগী ছিলেন, তখন থেকেই অনুষ্ঠানের বিচারক শ্রীলেখা মিত্র দারুণ পছন্দ করেন তাঁকে। রনির সুস্থতা কামনা করে তিনি বললেন, ‘আবু হেনা রনি, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ বাবু।’
বাংলাদেশের অনেক তারকাই ফেসবুকে রনির সুস্থতার জন্য প্রার্থনা জানিয়েছেন। শাহনাজ খুশি লেখেন, ‘রনি শঙ্কামুক্ত নন, এই কথাটা কোনোভাবেই মানতে পারছি না। জুলাই মাসে ৯ দিন একসঙ্গে লস অ্যাঞ্জেলেসে একটা পরিবার হয়ে থেকেছি। বিদেশে বন্ধু চেনা যায়, সত্যিই তোকে নতুন করে চিনেছি। তাড়াতাড়ি ভালো হয়ে ওঠ ভাই। তোর অ্যাওয়ার্ডের সার্টিফিকেটটা আমার লাগেজে দিয়েছিলি, সেটা নিয়ে যাবি।’
পরিচালক চয়নিকা চৌধুরী লেখেন, ‘রনিকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। রনি বললেন, আপা, আপনি এত কষ্ট করে দেখতে এসেছেন, আমি খুশি হয়েছি। দোয়া করবেন। রনিকে দেখে খুব কান্না পেল। ওখানে দাঁড়িয়েই ওর জন্য প্রার্থনা করলাম।’
চঞ্চল চৌধুরী লেখেন, ‘ভাইরে, তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আয়। এখনো অনেক আনন্দ বাকি। তোর কথায় অনেক হাসতে চাই।’ এ ছাড়া নাভিদ মাহবুব, দিলারা হানিফ পূর্ণিমা, মামনুন ইমন, কর্ণিয়া, উর্মিলা শ্রাবন্তী করসহ অনেক তারকাই রনির দ্রুত সুস্থতা কামনা করেছেন।
১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালে বেলুন বিস্ফোরণে দগ্ধ হন আবু হেনা রনি। বর্তমানে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসক ডা. আইয়ুব হোসেন জানিয়েছেন, আবু হেনা রনির শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। তাঁর শ্বাসনালি ও একটি কান ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
২০১১ সালে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৬’-এ প্রথমবারের মতো বাংলাদেশি প্রতিযোগীরা অংশ নেন। সে আসরে একের পর এক পরিবেশনায় বাজিমাত করেন আবু হেনা রনি। এমনকি পশ্চিমবঙ্গের ভিকি-পার্থর সঙ্গে দ্বৈতভাবে চ্যাম্পিয়ন হন রনি।
অনেক দিন নতুন সিনেমা নেই বাপ্পী চৌধুরীর। সম্প্রতি যুক্তরাষ্ট্রে যাওয়ার পর খবর ছড়িয়েছে, সেখানেই স্থায়ী হচ্ছেন বাপ্পী। সিনেমায় আর দেখা যাবে না তাঁকে। ১৮ অক্টোবর দেশে ফিরেছেন বাপ্পী। তাঁকে নিয়ে তৈরি নানা গুঞ্জন সম্পর্কে জানতে তাঁর সঙ্গে কথা
৫ ঘণ্টা আগেএক যুগ ধরে টালিউডে অভিনয় করছেন জয়া আহসান। চারবার পেয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার। জয়া মনে করেন, তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট টালিউডে অভিনয়ের সিদ্ধান্ত। বাংলাদেশে উপযুক্ত চরিত্র না পাওয়ার কারণেই তিনি ওপার বাংলায় কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।
৫ ঘণ্টা আগেসৌদি আরবের চলচ্চিত্রে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম শাহাদ আমিন। এই নারী নির্মাতার হাত ধরে সৌদি সিনেমা পৌঁছে যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। ২০১৯ সালে প্রথম তাঁর নামটি ব্যাপকভাবে উচ্চারিত হয় ‘স্কেলস’ সিনেমার কল্যাণে। এর আগে বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য বানালেও স্কেলস ছিল তাঁর প্রথম সিনেমা।
৫ ঘণ্টা আগেসাম্প্রতিক সময়ে সিনেমা মুক্তির হিড়িক পড়েছে। প্রতি সপ্তাহেই মুক্তি পাচ্ছে নতুন সিনেমা। সেপ্টেম্বর মাসে মুক্তি পেয়েছে ৮টি সিনেমা। চলতি মাসের প্রথম তিন সপ্তাহে আলোর মুখ দেখেছে আরও পাঁচ সিনেমা। আগামী শুক্রবারও আসছে নতুন সিনেমা। ২৪ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘কন্যা’ নামের সিনেমাটি।
৫ ঘণ্টা আগে