Ajker Patrika

নিশো-মেহজাবীনের ‘ঢাকা টু দুবাই’

নিশো-মেহজাবীনের ‘ঢাকা টু দুবাই’

কারও বিদেশ যাত্রার বিষয়টি এখনো বেশ আলোড়ন ফেলে গ্রামাঞ্চলে। আর সেটি যদি হয় কোনো দম্পতির বেলায়, তবে তো কথাই নেই!

মিজান ও জবা সদ্য বিবাহিত দম্পতি। ঘটনাক্রমে এক এজেন্সির মাধ্যমে দুজনেই একসঙ্গে দুবাই যাওয়ার ভিসা পায়। যদিও শ্রমিক হিসেবেই তারা কাজ করতে যাবে সেখানে। তবুও এটি পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে ভেসে যায় এই দম্পতি। অল্পদিনেই তারা হয়ে ওঠে ওই অঞ্চলের আলোচনার প্রধান বিষয়।

‘ঢাকা টু দুবাই’ নাটকে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীএমন এক গল্প নিয়ে তৈরি ‘ঢাকা টু দুবাই’ নাটকে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। এতে তাঁদের একজনের নাম মিজান, অন্যজন জবা। নাটকটি বানিয়েছেন মহিদুল মহিম।

সিএমভির প্রযোজনায় সম্প্রতি এ নাটকের শুটিং শেষ হয়েছে। চলছে সম্পাদনা হয়ে মুক্তির প্রক্রিয়া।

‘ঢাকা টু দুবাই’ নাটকে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীনির্মাতা মহিম বলেন, ‘গল্পটা মজার তবে বার্তাটি বেদনার। গ্রামের সাধারণ দুটো মানুষের বিদেশ যাত্রা নিয়ে ঘটে যাওয়া নানা ঘটনা ও ব্যর্থতার করুণ চিত্র তুলে আনার চেষ্টা করেছি। আমরা চেয়েছি দুবাই যাত্রা নিয়ে আনন্দ ও বেদনার গল্পের সঙ্গে একটি সামাজিক বার্তা দিতে। সেটা হলো, নিজের সামর্থ্যের বাইরে যেও না।’

‘ঢাকা টু দুবাই’ নাটকে আরেকটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, শিগগিরই নাটকটি দেখা যাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত