Ajker Patrika

ফাঁস হওয়া ভিডিও নিয়ে বিপাকে দক্ষিণি অভিনেত্রী ওভিয়া

ফাঁস হওয়া ভিডিও নিয়ে বিপাকে দক্ষিণি অভিনেত্রী ওভিয়া

ফাঁস হওয়া ভিডিও নিয়ে বিপাকে পড়েছেন দক্ষিণি সিনেমার অভিনেত্রী ওভিয়া। সম্প্রতি অনলাইনে ১৭ সেকেন্ডের একটি অন্তরঙ্গ ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওটি ওভিয়ার বলে দাবি করা হচ্ছে। তবে অভিনেত্রীর পক্ষ থেকে বলা হয়েছে, এটি ডিপফেক ভিডিও। ভিডিওতে থাকা নারীটি ওভিয়া নন। তাঁকে হেয় করার উদ্দেশে ভিডিওটি ওভিয়ার নামে ছড়ানো হচ্ছে। এ বিষয়ে এরইমধ্যে আইনি ব্যবস্থা নিয়েছেন অভিনেত্রী।

তামিল ও মালয়ালম সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ওভিয়া। তাঁর অন্তরঙ্গ ভিডিও ফাঁসের খবরটি এখন ভারতজুড়ে আলোচিত হচ্ছে। বিষয়টি নিয়ে ওভিয়ার ম্যানেজার নিউজ ১৮-কে বলেন, ‘এটা ডিপফেক ভিডিও। ওভিয়াকে হেয় করার উদ্দেশে অন্য কারও ভিডিওতে তাঁর চেহারা জুড়ে দেওয়া হয়েছে। যাঁরা করেছে, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন অভিনেত্রী। পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দেওয়া হয়েছে।’

দক্ষিণি অভিনেত্রী ওভিয়া। ছবি: ইনস্টাগ্রামওভিয়ার ম্যানেজার আরও জানিয়েছেন, এটি যেহেতু স্পর্শকাতর বিষয়, ফলে এখনই অভিযুক্তের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করতে পারছেন না তাঁরা।

তবে কেরালার ত্রিশুর থানায় যে অভিযোগ দেওয়া হয়েছে অভিনেত্রীর পক্ষ থেকে, সেখানে অভিযুক্ত হিসেবে উঠে এসেছে ওভিয়ার এক সময়ের বন্ধু তারিকের নাম।

দক্ষিণি অভিনেত্রী ওভিয়া। ছবি: ইনস্টাগ্রামতারিকের সঙ্গে এক সময় ভালো সম্পর্ক ছিল অভিনেত্রীর। তবে তাঁর অসৌজন্যমূলক ব্যবহারের কারণে তারিকের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন ওভিয়া। ক্ষিপ্ত হয়ে সে অন্য কারও অন্তরঙ্গ ভিডিওর সঙ্গে ওভিয়ার চেহারা জুড়ে দিয়ে অনলাইনে ছড়িয়ে দেয়।

দক্ষিণি অভিনেত্রী ওভিয়া। ছবি: ইনস্টাগ্রামওভিয়া নামে পরিচিতি পেলেও তাঁর আসল নাম হেলেন নেলসন। মালয়ালম সিনেমা ‘কাঙ্গারু’ দিয়ে ২০০৭ সালে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। দুই বছর পর ‘কালাভানি’ দিয়ে তামিল সিনেমায় অভিনয় শুরু করেন। এরপর থেকে দুই ইন্ডাস্ট্রিতেই নিয়মিত কাজ করতে থাকেন। তবে ওভিয়া ব্যাপকভাবে পরিচিতি পান ২০১৭ সালে ‘বিগ বস তামিল’ রিয়েলটি শোয়ের প্রথম সিজনে অংশ নিয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো কেলেঙ্কারি, ১৪ বিলিয়ন ডলারের কয়েন জব্দ

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত