বিনোদন ডেস্ক
একটি তথ্যচিত্র নিয়ে মুখোমুখি দক্ষিণি সিনেমার দুই তারকা—নয়নতারা ও ধানুশ। নয়নতারা প্রকাশ্যে সমালোচনা করেছেন ধানুশের। বিপরীতে ধানুশ কোনো মন্তব্য না করলেও আইনজীবীর মাধ্যমে পাঠিয়েছেন কড়া বার্তা। নয়নতারাকে দিয়েছেন ২৪ ঘণ্টার আলটিমেটাম। নয়তো কঠোর পদক্ষেপ নেওয়া হবে অভিনেত্রীর বিরুদ্ধে, এমন হুঁশিয়ারিও দিয়েছেন।
কী হয়েছে ধানুশ-নয়নতারার
নয়নতারার অভিনয়জীবন, মালয়ালম সিনেমা দিয়ে যাত্রা শুরু করে তামিল, তেলুগু ও কন্নড়েও ‘লেডি সুপারস্টার’ হয়ে ওঠা, তাঁর বিয়ে ও ব্যক্তিজীবন—সবকিছু নিয়ে একটি তথ্যচিত্র বানানো হয়েছে। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল’ নামের তথ্যচিত্রটি অভিনেত্রীর জন্মদিনে প্রকাশ করেছে নেটফ্লিক্স। এ তথ্যচিত্র নিয়েই মূলত দ্বন্দ্বে জড়িয়েছেন নয়নতারা ও ধানুশ।
প্রায় এক দশক আগে ধানুশের প্রযোজনায় একটি সিনেমায় অভিনয় করেছিলেন নয়নতারা। নাম ‘নানুম রাউডি ধান’। নয়নতারার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এটি। ফলে অভিনেত্রী চেয়েছিলেন, সিনেমার কিছু ফুটেজ ও গানের অংশবিশেষ ব্যবহার করবেন তথ্যচিত্রে। যেহেতু কপিরাইটের ব্যাপার থাকে, তাই ধানুশের কাছে অনুমতি চান নয়নতারা।
অভিনেত্রীর অভিযোগ, দুই বছর ধরে বারবার অনুরোধ করার পরও নাকি রাজি হননি ধানুশ। পরে যখন নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেলের ট্রেলারে নানুম রাউডি ধান সিনেমার ৩ সেকেন্ডের একটি ফুটেজ ব্যবহার করা হয়, চটে যান ধানুশ। আইনি নোটিশ পাঠিয়ে ১০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন নয়নতারার কাছে।
ধানুশের এমন ব্যবহারে কষ্ট পেয়েছেন অভিনেত্রী। অভিযোগ করেছেন, প্রতিহিংসাপরায়ণ হয়েই নাকি এমনটি করেছেন ধানুশ।
পরে ইনস্টাগ্রামে তিন পৃষ্ঠার একটি খোলাচিঠি লেখেন ধানুশের উদ্দেশে। চিঠির এক অংশে নয়নতারা লিখেছেন, ‘যে ব্যক্তিত্ব আপনি পর্দায় তুলে ধরেন, তার অর্ধেকও আপনার মধ্যে নেই। যা বলেন, তা নিজে অনুশীলন করেন না।’
ধানুশের আলটিমেটাম
নয়নতারার অভিযোগের পর থেকে চুপ ছিলেন ধানুশ। এ নিয়ে সোশ্যাল মিডিয়া কিংবা সংবাদমাধ্যমে কোনো প্রতিক্রিয়া দেননি। হয়তো তথ্যচিত্রটি মুক্তির অপেক্ষায় ছিলেন। ১৮ নভেম্বর নেটফ্লিক্সে সেটি আসার পর নড়েচড়ে বসেছেন। এবারও নিজে মুখ খুললেন না, কড়া বার্তা পাঠালেন আইনজীবীর মাধ্যমে।
২৪ ঘণ্টার মধ্যে নেটফ্লিক্স থেকে তথ্যচিত্রটি সরিয়ে নেওয়ার আলটিমেটাম দিয়েছেন ধানুশের আইনজীবী। লিগ্যাল স্টেটমেন্টে বলা হয়েছে, ‘২৪ ঘণ্টা সময় দেওয়া হলো। নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল থেকে নানুম রাউডি ধান সিনেমার বিনা অনুমতিতে নেওয়া দৃশ্য সরিয়ে ফেলতে বলুন। তা না হলে আমার মক্কেল শুধু ১০ কোটি রুপির ক্ষতিপূরণ নয়, আরও কঠোর আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন।’
একটি তথ্যচিত্র নিয়ে মুখোমুখি দক্ষিণি সিনেমার দুই তারকা—নয়নতারা ও ধানুশ। নয়নতারা প্রকাশ্যে সমালোচনা করেছেন ধানুশের। বিপরীতে ধানুশ কোনো মন্তব্য না করলেও আইনজীবীর মাধ্যমে পাঠিয়েছেন কড়া বার্তা। নয়নতারাকে দিয়েছেন ২৪ ঘণ্টার আলটিমেটাম। নয়তো কঠোর পদক্ষেপ নেওয়া হবে অভিনেত্রীর বিরুদ্ধে, এমন হুঁশিয়ারিও দিয়েছেন।
কী হয়েছে ধানুশ-নয়নতারার
নয়নতারার অভিনয়জীবন, মালয়ালম সিনেমা দিয়ে যাত্রা শুরু করে তামিল, তেলুগু ও কন্নড়েও ‘লেডি সুপারস্টার’ হয়ে ওঠা, তাঁর বিয়ে ও ব্যক্তিজীবন—সবকিছু নিয়ে একটি তথ্যচিত্র বানানো হয়েছে। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল’ নামের তথ্যচিত্রটি অভিনেত্রীর জন্মদিনে প্রকাশ করেছে নেটফ্লিক্স। এ তথ্যচিত্র নিয়েই মূলত দ্বন্দ্বে জড়িয়েছেন নয়নতারা ও ধানুশ।
প্রায় এক দশক আগে ধানুশের প্রযোজনায় একটি সিনেমায় অভিনয় করেছিলেন নয়নতারা। নাম ‘নানুম রাউডি ধান’। নয়নতারার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এটি। ফলে অভিনেত্রী চেয়েছিলেন, সিনেমার কিছু ফুটেজ ও গানের অংশবিশেষ ব্যবহার করবেন তথ্যচিত্রে। যেহেতু কপিরাইটের ব্যাপার থাকে, তাই ধানুশের কাছে অনুমতি চান নয়নতারা।
অভিনেত্রীর অভিযোগ, দুই বছর ধরে বারবার অনুরোধ করার পরও নাকি রাজি হননি ধানুশ। পরে যখন নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেলের ট্রেলারে নানুম রাউডি ধান সিনেমার ৩ সেকেন্ডের একটি ফুটেজ ব্যবহার করা হয়, চটে যান ধানুশ। আইনি নোটিশ পাঠিয়ে ১০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন নয়নতারার কাছে।
ধানুশের এমন ব্যবহারে কষ্ট পেয়েছেন অভিনেত্রী। অভিযোগ করেছেন, প্রতিহিংসাপরায়ণ হয়েই নাকি এমনটি করেছেন ধানুশ।
পরে ইনস্টাগ্রামে তিন পৃষ্ঠার একটি খোলাচিঠি লেখেন ধানুশের উদ্দেশে। চিঠির এক অংশে নয়নতারা লিখেছেন, ‘যে ব্যক্তিত্ব আপনি পর্দায় তুলে ধরেন, তার অর্ধেকও আপনার মধ্যে নেই। যা বলেন, তা নিজে অনুশীলন করেন না।’
ধানুশের আলটিমেটাম
নয়নতারার অভিযোগের পর থেকে চুপ ছিলেন ধানুশ। এ নিয়ে সোশ্যাল মিডিয়া কিংবা সংবাদমাধ্যমে কোনো প্রতিক্রিয়া দেননি। হয়তো তথ্যচিত্রটি মুক্তির অপেক্ষায় ছিলেন। ১৮ নভেম্বর নেটফ্লিক্সে সেটি আসার পর নড়েচড়ে বসেছেন। এবারও নিজে মুখ খুললেন না, কড়া বার্তা পাঠালেন আইনজীবীর মাধ্যমে।
২৪ ঘণ্টার মধ্যে নেটফ্লিক্স থেকে তথ্যচিত্রটি সরিয়ে নেওয়ার আলটিমেটাম দিয়েছেন ধানুশের আইনজীবী। লিগ্যাল স্টেটমেন্টে বলা হয়েছে, ‘২৪ ঘণ্টা সময় দেওয়া হলো। নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল থেকে নানুম রাউডি ধান সিনেমার বিনা অনুমতিতে নেওয়া দৃশ্য সরিয়ে ফেলতে বলুন। তা না হলে আমার মক্কেল শুধু ১০ কোটি রুপির ক্ষতিপূরণ নয়, আরও কঠোর আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন।’
১৮ অক্টোবর ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী। অন্যদিকে ২০ অক্টোবর সালমান শাহ হত্যা মামলার রায় ঘোষণা করবেন আদালত। এই দুই তারকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল মডেল আদিল হোসেন নোবেলের। আইয়ুব বাচ্চু ও সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তিনি।
৫ ঘণ্টা আগেব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে লন্ডনে। সেখানে অপারেশনের পর এখন চলছে কেমোথেরাপি। গত সোমবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইলিয়াস কাঞ্চনের বর্তমান শারীরিক অবস্থার কথা জানালেন দীর্ঘদিনের সহকর্মী চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা।
৫ ঘণ্টা আগেঅভিনয় করে জগৎজোড়া খ্যাতি পেয়েছেন জেনিফার অ্যানিস্টন। তবে পেশাগত জীবনের মতো ব্যক্তিগত জীবনে সাফল্য পাননি অভিনেত্রী। হলিউড তারকা ব্র্যাড পিটের সঙ্গে ঘর বেঁধেছিলেন ২০০০ সালে, পাঁচ বছর পর বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য হন তাঁরা। এরপর ২০১১ সালে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা ও নির্মাতা জাস্টিন থেরক্সের সঙ্গে। স
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের র্যাডফোর্ড স্টুডিও সেন্টারে ১২ অক্টোবর (স্থানীয়) অনুষ্ঠিত হলো এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড। এ বছর সেরা স্টুডেন্ট ফিল্মের পুরস্কার জিতেছে বাংলাদেশের ‘নিশি’। এবারই প্রথম কোনো বাংলাদেশি চলচ্চিত্র এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেল।
৫ ঘণ্টা আগে